Advertisement
১১ নভেম্বর ২০২৪
Kalipuja 2024

বাজির ধোঁয়া, শব্দ এড়াতে চান? কালীপুজোয় শহর ছাড়িয়ে কোথায় কোথায় ঘুরে নিতে পারেন?

বাজির ধোঁয়া, শব্দ থেকে দূরে যেতে চান? কলকাতার আশপাশে কোথায় ঘুরে আসতে পারেন কালীপুজোর সময়?

কালীপুজোয় ঘুরতে যাবেন? সন্ধান রইল কলকাতার কাছাকাছি ৩ ঠিকানার।

কালীপুজোয় ঘুরতে যাবেন? সন্ধান রইল কলকাতার কাছাকাছি ৩ ঠিকানার। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১২:৩৭
Share: Save:

কালীপুজো মানেই আলোর উৎসব, রকমারি বাজি। কেউ সারাটা বছর অপেক্ষা করে থাকেন বাজি ফাটানোর জন্য, রকমারি বাজি দেখার জন্য। আবার অনেকেই বাজির ধোঁয়া, শব্দ থেকে দূরে যেতে চান। আপনি কি সেই দলেই পড়েন? কলকাতার আশপাশে কোথায় ঘুরে আসতে পারেন কালীপুজোর সময়?

হাতিবাড়ি

ঘুর নিতে পারেন ঝাড়গ্রামের হাতিবাড়িতেও। জঙ্গল-নদীর সান্নিধ্য  পাবেন সেখানে।

ঘুর নিতে পারেন ঝাড়গ্রামের হাতিবাড়িতেও। জঙ্গল-নদীর সান্নিধ্য পাবেন সেখানে। ছবি: সংগৃহীত।

নিরালা পরিবেশে, সবুজের সান্নিধ্যে এক বা দু’টি দিন কাটাতে চাইলে চলে যেতে পারেন হাতিবাড়ি। ঝাড়গ্রামের অন্তর্গত এই স্থানটির অবস্থান পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড রাজ্যের সংযোগস্থলে। হাতিবাড়িতে শাল গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা। গভীর রাতে হাতির ডাকও এখানে শোনা যেতে পারে। জঙ্গল এবং নদীর রূপ দেখেই কাটিয়ে দিতে পারেন এক থেকে দু’টি দিন। ঘুরে নিতে পারেন ঝিল্লি পাখিরালয়।

কোথায় থাকবেন?

হাতিবাড়িতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বনোন্নয়ন নিগমের বাংলো। তার খুব কাছেই সুবর্ণরেখা। অনলাইনে বুকিং করা যায়।

কী ভাবে যাবেন?

ট্রেনে যেতে হলে, হাওড়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এক্সপ্রেস ও লোকাল ট্রেন আছে। ট্রেনে কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছতে সময় লাগে কম পক্ষে আড়াই ঘণ্টা। ঝাড়গ্রাম শহর থেকে গোপীবল্লভপুর হয়ে যেতে হবে হাতিবাড়ি।

দুয়ারসিনি

পুরুলিয়ার দুয়ারসিনিও রাখতে পারেন ভ্রমণের তালিকায়। জঙ্গলঘেরা এই স্থানও বেশ নির্জন। শাল, পলাশ ঘেরা দুয়ারসিনি দিয়ে বয়ে গিয়েছে সাতগুড়ুম নদী। জঙ্গলের মধ্যে রয়েছে বনোন্নয়ন নিগমের ছোট ছোট কটেজ। আশপাশে পায়ে হেঁটে ঘোরা যায়। সবুজের সমারোহ চারদিকে। আর শোনা যায় পাখির কলতান। দুয়ারসিনি থেকে ৩ কিলোমিটার দূরে রয়েছে ‘ভালোপাহাড়’। ঘুরে নিতে পারেন সেখানেও।

দুয়ারসিনিতে পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগমের বাংলো।

দুয়ারসিনিতে পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগমের বাংলো। ছবি: রথীন্দ্রনাথ মাহাতো।

কী ভাবে যাবেন?

ট্রেনে গেলে গালুডি স্টেশনে নেমে বান্দোয়ানের পথ ধরে এগিয়ে যেতে হবে দুয়ারসিনি। সড়কপথেও গালুডি হয়ে আসতে পারেন।

কোথায় থাকবেন?

দুয়ারসিনিতে বনোন্নয়ন নিগমের বাংলো রয়েছে। এ ছাড়া দু’টি রিসর্ট তৈরি হয়েছে দুয়ারসিনিতে।

ঝিলিমিলি

প্রকৃতির সান্নিধ্য পেতে চাইলে ঘুরে নিতে পারেন ঝিলিমিলিতে। জঙ্গলের মধ্যেই থাকার জায়গা। ঝিলিমিলি থেকে ঘুরে নেওয়া যায় আশপাশের বিভিন্ন জায়গা। সুতানের জঙ্গল, আমলাশোল, কাঁকরাঝোড়, তালবেড়িয়া জলাধার। ঝিলিমিলি থেকে চলে যেতে পারেন বেলপাহাড়িতে। এখানেও ঘুরে নিতে পারেন ঘাগরা, ঢাঙ্গিকুসুম, খ্যাঁদারানি জলাধার, চাতন পাহাড়ের আদিম গুহা।

কী ভাবে যাবেন?

ট্রেনে ঝাড়গ্রাম গিয়ে সেখান থেকে গাড়ি ভাড়া করে ঝিলিমিলি যেতে পারেন। পুরো পথটি গাড়িতেও যাওয়া যায়। কলকাতা থেকে বেলপাহাড়ি, ঝিলিমিলি যাওয়ার বাসও মেলে।

কোথায় থাকবেন?

ঝিলিমিলিতে থাকার জন্য দু’টি হোটেল রয়েছে।

অন্য বিষয়গুলি:

Travel Destination Travel Diwali 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE