প্রথম বার বিমান সফরের যেমন রোমাঞ্চ থাকে, তেমনই থাকে বাড়তি উত্তেজনা। থাকে প্রশ্নও। কোনটি বিমানযাত্রায় হাতের কাছে রাখা চলে, কোনটি নয়— তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। অনেক সময় বিমানের কার্গো হোল্ডে চলে যাওয়া চেক ইন ব্যাগেজে যা নেওয়া যায়, হাত ব্যাগে তা নিয়ে ওঠার অনুমতি থাকে না বিমানে। কেবিন ব্যাগ বা হাতে থাকা ব্যাগে কোনটি নেওয়া যায়, কোনটি নয়?
বিমান পরিবহণ সংস্থা ভেদে নিয়মকানুনে অল্প কিছু তফাত হলেও, বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ থাকে সমস্ত বিমান পরিবহণ সংস্থাতেই। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য বলছে, কোনগুলি হাত ব্যাগে নেওয়া চলে না।
আরও পড়ুন:
খাবার: অনেকেরই প্রশ্ন থাকে বিমানে খাবার নিয়ে ওঠা যায় কি না। অল্প কিছু টুকিটাকি খাবারে সে ভাবে নিষেধাজ্ঞা না থাকলেও, কয়েকটি জিনিস একেবারেই নিয়ে যাওয়া চলে না। যেমন শুকনো নারকেল। অনেকেই মন্দিরে পুজো দিয়ে প্রসাদস্বরূপ নারকেল বা নারকেলের টুকরো হাতের ব্যাগে রাখেন। কর্পূর নিয়ে যাওয়ার অনুমতি নেই। এতে সমস্যা হতে পারে।এ ছাড়া কোনও রকম মশলা কেবিন ব্যাগ বা হাতের ব্যাগে রাখা যায় না।
ওষুধ: তরল ওষুধ দাহ্য হলে, সিল করা না থাকলে নিয়মে আটকায়। থার্মোমিটার নিয়ে যাওয়ার অনুমতি না থাকলেও, ক্ষেত্রবিশেষে প্রেসক্রিপশন থাকলে অনুমতি মিলতে পারে। তবে তা অত্যন্ত যত্নে নিয়ম মেনে প্যাক করতে হয়। এ ছাড়া বাকি ওষুধের ক্ষেত্রে তেমন বিধিনিষেধ নেই। নেওয়া যায় ছোট অক্সিজেন সিলিন্ডারও, তবে চিকিৎসকের অনুমতির দরকার হয়।
দড়ি, সেলোটোপ: অনেকেই সফরের সময় প্রয়োজনে লাগতে পার ভেবে দড়ি, ব্লেড, সেলোটেপ, নেলকাটার, ফিতে, কাঁচি, ছোট ছুরি সঙ্গে রাখেন। তবে এগুলির কোনওটাই হাত ব্যাগে নিয়ে যাওয়ার অনুমতি নেই। ছুরি যুক্ত নেলকাটারে অনুমতি না মিললেও, নেলফাইল অবশ্য রাখতে দেওয়া হয়।তবে সব জিনিসই চেক ইন লাগেজে নেওয়া যায়।
অ্যালকোহল: হাত ব্যাগে অ্যালকোহল একেবারেই নিষিদ্ধ।চেক-ইন লাগেজে একজন সর্বাধিক ৫ লিটার পর্যন্ত অ্যালকোহল নিতে পারেন। তবে বোতলের মুখ সিল করা থাকতে হবে, থাকবে হবে কেনার বিলও। অ্যালকোহলের মাত্রা সর্বোচ্চ ৭০ শতাংশ হলে তা নিয়ে যেতে দেওয়া হয়।
ছাতা: বর্ষার দিনে ছাতা রাখতে চান? ফোল্ডিং ছাতায় আপত্তি না থাকলেও সঙ্গে কিন্তু লম্বা ডান্ডিওলা ছাতা নিয়ে ওঠা যাবে না।সেটি নেওয়া যায়, তবে চেক ইন লাগেজে।
খেলনা: সঙ্গে খুদে সদস্য থাকলে খেলনা রাখতেই হয়। তবে সাপ, ব্যাঙ, টিকটিকি— ছোটদের যে খেলনাগুলি অবিকল আসলের মতো দেখতে সেগুলি নিয়ে যাওয়ার অনুমতি নেই। এমনকি খেলনা বন্দুকও নেওয়া যায় না। সাধারণ সফ্ট টয়েজ়, পুতুল সঙ্গে রাখতে পারেন।গবেষণা বা পড়াশোনার কাজে ব্যবহৃত প্লাস্টিকের কঙ্কালও সঙ্গের ব্যাগে রাখা যাবে না।
প্রসাধনী: হাত ব্যাগে প্রসাধনীর ছোট বোতল নেওয়ার অনুমতি থাকলেও ট্যালকম পাউডার রাখতে দেওয়া হয় না। শ্যাম্পু বা ক্রিমের বড় বোতলও বাতিল হতে পারে।