Advertisement
E-Paper

ডাব দিয়ে...

ডাবের জলের পুডিং। ডাবের শাঁস দিয়ে রিসতো। না, আষাঢ়ে গল্প নয়। ডাবের জল ও শাঁস দিয়ে এমনই সব অভিনব রান্না সম্ভব। এই গরমে কুল অ্যান্ড রিফ্রেশিং-ও বটে।ডাবের জলের পুডিং। ডাবের শাঁস দিয়ে রিসতো। না, আষাঢ়ে গল্প নয়। ডাবের জল ও শাঁস দিয়ে এমনই সব অভিনব রান্না সম্ভব। এই গরমে কুল অ্যান্ড রিফ্রেশিং-ও বটে। ডাব দিয়েই ঘটুক এ বার ‘স্বাদবদল’।

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৪ ০০:০০

ডাব-চিংড়ি রিসতো

উপকরণ

নরম শাঁসওয়ালা ডাব ১টা বাসমতী চাল ১০০ গ্রাম ​মাখন ১ টেবলচামচ ​দারচিনি ২ টুকরো ​লবঙ্গ ৬টা ​চিনি আধ চামচ ​কিশমিস ১ টেবলচামচ ​পেঁয়াজপাতা ১ টেবলচামচ (কুচানো) ​কুরানো চিজ ২ চামচ ​নারকেলের দুধ আধ কাপ ​জাফরান ১ চিমটে ​চিংড়িমাছ ১০০ গ্রাম ​লেবুর রস ২ চামচ ​নুন স্বাদমতো ​চিজগুঁড়ো ​চিলি ফ্লেক্স

প্রণালী

চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
তার পর আধসিদ্ধ করে জল ঝরিয়ে নিন।
নুন-লেবুর রস মাখিয়ে চিংড়িমাছ ভাপিয়ে নিন।
ডাবের শাঁসটুকু বের করে ফেটিয়ে রাখুন।
একটা পাত্রে মাখন গলিয়ে গরমমশলা, চিংড়ি, কিশমিশ, চিনি, নুন, পেঁয়াজপাতা এক সঙ্গে মিশিয়ে ভাত ঢেলে দিন।
ডাবের শাঁস, ডাবের জল, নারকেলের দুধ, চিজ সব এক সঙ্গে ভাতে মেশান।
এ বার ডাবের ভিতর মাখন মাখিয়ে ওই ভাত ভরে দিন।
ডাবের মুখটা বন্ধ করে, ফয়েলে মুড়িয়ে আভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় ৩০ মিনিট বেক করুন।
মাঝে খুলে দেখে নিন। দমে রেখে পরিবেশন করুন।

ডাবের শাঁসভরা বল

উপকরণ

আতপ চালের ভাত ১ বাটি চিংড়ি আধ কাপ ডাবের শক্ত শাঁস ১ মালা টোম্যাটো সস পৌনে এক কাপ চিজ সস আধ কাপ ক্যাপসিকাম ১ কাপ পেঁয়াজ ১ কাপ রসুন দেড় চামচ পেঁয়াজপাতা ২ চামচ বেসিল ২ চামচ সাদা তেল আধ কাপ নুন-গোলমরিচ স্বাদমতো ডাবের জল আধ কাপ

প্রণালী

নুন মাখিয়ে চিংড়িমাছ ভাপিয়ে রাখুন।
ডাবের শাঁস ও চিংড়ি মিক্সিতে ঘুরিয়ে নিন।
এতে টোম্যাটো সস মিশিয়ে পুর তৈরি করুন।
এর মধ্যে পুর ভরে গোল করে গড়ুন।
প্যানে গরম তেল রসুন কুচি, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিন।
ভাতের বলগুলো দিন।
নুন, গোলমরিচ, ডাবের জল মেশান।
টোম্যাটো ও চিজ সস মিশিয়ে ওপরে পেঁয়াজপাতা, বেসিল দিন।

ডাবের জলে রুই

উপকরণ

রুইমাছ ৪ টুকরো পাতলা শাঁস-সহ ডাবের জল ২ কাপ ফুলকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পরিমাণ মতো টোম্যাটো ২টো গোটা গরমমশলা রসুন কোয়া ৩টে সাদা তেল আধ কাপ ঘি ২ চামচ তেজপাতা নুন-চিনি স্বাদমতো হলুদ দুধ ১ টেবলচামচ ময়দা ১ চামচ কাঁচালঙ্কা ২টো

প্রণালী

নুন-হলুদ মাখিয়ে মাছ ভেজে রাখুন।
কড়াইতে তেল ও ঘি গরম হলে তেজপাতা, গরমমশলা ও রসুন ফোড়ন দিন।
সুগন্ধ বেরলে সবজি দিয়ে নেড়েচেড়ে টোম্যাটো দিন।
দুধে ময়দা ও চিনি গুলে সবজির মধ্যে মেশান।
ডাবের জল দিয়ে ঢেকে দিন।
সিদ্ধ হলে মাছ ও কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন।

ডাব চিকেন

উপকরণ

চিকেন ৬ পিস পেঁয়াজ ১টা রসুন ৪ কোয়া শুকনোলঙ্কা ২টো চিনেবাদামভাজা ২ টেবলচামচ গোলমরিচ ৫টা চিনি ১ চামচ সাদা তেল ৩ টেবলচামচ লেবু ১টা (রস) নুন স্বাদমতো শাঁস মেশানো ডাবের জল ১ কাপ ডাবের শাঁস কুচানো আধ কাপ ধনেপাতা ও লঙ্কাকুচি

প্রণালী

চিকেনে লেবুর রস মাখিয়ে ঘণ্টাখানেক রাখুন।
পরে অল্প নুন মাখিয়ে তেলে কষে নিন।
বাদাম ও বাকি মশলা বেটে তেলে কষে নিন।
নুন, চিনি ও সামান্য জল ছিটিয়ে দিন।
চিকেনের টুকরো দিয়ে নেড়েচেড়ে শাঁসসমেত ডাবের জল দিন।
ফুটে উঠলে কুচানো শাঁস, ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।

ডাবের শরবত

উপকরণ

ডাব ২টো চিনিগুঁড়ো ২ টেবলচামচ গোলাপ জল ২ টেবলচামচ কুচনো বরফ ১ কাপ

প্রণালী

ডাবের মুখ কেটে জল বের করে চিনি মেশান।
এর মধ্যে ডাবের পাতলা শাঁস মেশান।
আর শক্ত শাঁসটুকু গ্লাসে দিন।
পরিবেশনের সময় গ্লাসে বরফ কুচি দিয়ে ডাবের জল ঢেলে তাতে গোলাপ জল মিশিয়ে ওপরে গোলাপ পাপড়ি ছড়িয়ে দিন।

ডাবের পুডিং

উপকরণ

ডাবের শাঁস ১ কাপ চিনি ৬ টেবলচামচ চালেরগুঁড়ো ২ টেবলচামচ ডিম ১টা মাখন ১ টেবলচামচ দুধ ২৫০ মিলি গোলাপ এসেন্স ১ চামচ গোলাপি ফুড কালার ১ চিমটে কাজু, কিশমিশ চেরি

প্রণালী

দুধ চিনি দিয়ে ফুটিয়ে নিন।
চালেরগুঁড়ো ঠান্ডা দুধে গুলে নিয়ে চিনি মেশানো দুধে মেশান।
অনবরত নাড়তে থাকুন।
ডিম ফেটিয়ে সাবধানে মেশান যেন ডেলা পাকিয়ে না যায়।
এ বার ঘন হয়ে এলে মাখন মেশান।
সব শেষে ডাবের শাঁস আর গোলাপ জল দিয়ে নেনে নামিয়ে নিন।
ফুড কালার ও এসেন্স মেশান।
বাটিতে ঢেলে ফ্রিজে ঠান্ডা করুন।
ওপরে ক্রিমের মতো শাঁস ছড়িয়ে সার্ভ করুন।
কাজু, কিসিমিশ ও চেরি দিন।

সৌজন্য: সানন্দা

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy