Advertisement
১৯ মে ২০২৪

বেহাল গরমে মত্স্যমুখ

এখনও বর্ষা এসে পৌঁছয়নি বঙ্গে। বাতাসে বারুদ। গরম সে হাওয়ায় রকমারি সম্ভার নিয়ে হাজির আপনার রান্নাঘর। কাঁকড়া-ট্যাংরার পাশাপাশি ক্যাপসিকামের জিভে জল আনা এক্সক্লুসিভ তিনটি আইটেম চৈতালি চট্টোপাধ্যায়ের রান্নাঘর থেকে।এখনও বর্ষা এসে পৌঁছয়নি বঙ্গে। বাতাসে বারুদ। গরম সে হাওয়ায় রকমারি সম্ভার নিয়ে হাজির আপনার রান্নাঘর। কাঁকড়া-ট্যাংরার পাশাপাশি ক্যাপসিকামের জিভে জল আনা এক্সক্লুসিভ তিনটি আইটেম চৈতালি চট্টোপাধ্যায়ের রান্নাঘর থেকে।

শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০০:০৫
Share: Save:

কাঁকড়া নিয়ে কেরামতি

উপকরণ

• কাঁকড়া দু’টি অর্ধেক করে কাটা আদা বাটা ১ চা-চামচ • রসুন বাটা ১ চা-চামচ

• ক্যাপসিকাম কুচি ৩ চামচ গাজর কুচি ২ চামচ • মাশরুম কুচি ৩ চামচ

• সেদ্ধ করে রাখা আলু ১টি মাঝারি মাপের ক্রিম ২ চামচ • চিজ ২ চামচ

• ১টি ডিম মাখন ১ চামচ নুন গোলমরিচ পরিমাণ মতো • তেল

প্রণালী

• কাঁকড়া দু’টিকে প্রথমে আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখতে হবে ঘণ্টা তিনেক মতো।

• অল্প আঁচে কাঁকড়া ভাল করে ভেজে নিতে হবে।

• গাজর, বিনস, মটরশুঁটি ভেজে রাখতে হবে।

• কাঁকড়ার খোল থেকে মাংস অংশ বের করে নিন।

• এর পর একে একে ক্যাপসিকাম, মাশরুম, পারমেসান চিজ এবং
ক্রিম মিশিয়ে, মিশ্রণটি কাঁকড়ার খোলের মধ্যে পুরে দিতে হবে।

• সেদ্ধ করে রাখা আলুকে গোলমরিচ, নুন এবং মাখন দিয়ে মেখে আলাদা প্লেটে রাখুন।

• এর উপর পুর ভরা কাঁকড়াটি বসিয়ে দিতে হবে।

• শেষে ৫ মিনিট গ্রিল করে নিন।

• অন্য একটি খোলে ১টি ডিম হাফ ফ্রাই করে বসিয়ে পরিবেশন করুন।

লালশাক ট্যাংরা

উপকরণ

• লালশাক ২ আঁটি • আদা ১ চামচ • রসুন ১ চামচ • পেঁয়াজকুচি ১ চামচ

• ট্যাংরা মাছ ২০০ গ্রাম • নুন • হলুদ প্রয়োজন মতো • শুকনো লঙ্কা ৩ টি

• পোস্ত ৩ চা-চামচ • সরষের তেল প্রয়োজন মতো

প্রণালী

• প্রথমে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে মাছগুলিকে ভেজে নিতে হবে।

• তার পর তেলে শুকনো লঙ্কা, পেয়াজকুচি, আদা ও রসুন ফোড়ন দিয়ে হাল্কা করে ভেজে নিন।

• এর পর সেটায় কুচানো লালশাক, পোস্তদানা, নুন, হলুদ মিশিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করতে হবে।

• ভাজা হয়ে গেলে মাছগুলো মধ্যে দিয়ে ভাল করে কষতে হবে।

• মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

স্টাফড ক্যাপসিকাম

উপকরণ

• ৪ টে ক্যাপসিকাম • ৩০০গ্রাম মাটন কিমা • ৪ কোয়া রসুন বাটা • ১টি পেঁয়াজকে কুচি করে কাটা

• টোম্যাটো পেস্ট ৫ চা-চামচ ২ চা-চামচ অলিভ তেল • পার্সলে ১ চিমটে • নুন • চিজ ২ স্লাইস

প্রণালী

• উপরের অংশটি গোল করে কেটে ক্যাপসিকামের ভিতর থেকে দানাগুলিকে বের করে নিতে হবে।

• একটি পাত্রে জল গরম করে ক্যাপসিকামগুলি ১ মিনিট রেখে সেদ্ধ করতে হবে।

• প্যানে তেল গরম করে হাল্কা আঁচে ১০ মিনিট পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিন।

• তার পর একে একে মাটন কিমা আর রসুন বাটা দিয়ে ভাল করে নাড়াতে হবে ১০ মিনিট।

• টোম্যাটো পেস্ট আর পার্সলে কুচি দিয়ে আরও ৫ মিনিট আঁচে রেখে নামিয়ে নিতে হবে।

• সেদ্ধ করে রাখা ক্যাপসিকামের গায়ে তেল মাখিয়ে কিমার পুরটা ভরে দিতে হবে।

• উপরে স্লাইস করে রাখা চিজ ছড়িয়ে মাইক্রোওভেনে ১৫ মিনিট মতো বেক করে নিয়ে পরিবেশন করুন।

চৈতালি চট্টোপাধ্যায়
সাও পাওলো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

aapnar rannaghar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE