Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মিষ্টির মুখবদল

বাঙালির ভুরিভোজে মিষ্টির ভূমিকা অপরিসীম। নববর্ষ হোক বা বিজয়া— পাতে তার মিষ্টি বাধা। ভোজনরসিক বাঙালি মিষ্টি থেকে মুখ ফিরিয়েছে— এমন দিন কল্পনাতেও সে ভাবে না। মিষ্টি-তালিকা আজ আর রসগোল্লা-সন্দেশে থেমে নেই। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির পাতে এসেছে নানা এক্সপেরিমেন্টের ফল। সাবেকি মিষ্টিতে লেগেছে চকোলেটের ছোঁয়া। এ বার আপনার রান্নাঘরে চকো-নাড়ু, পোহা ক্ষীর এবং রাবড়ি আনলেন অমৃতা পাল, চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া দত্ত।বাঙালির ভুরিভোজে মিষ্টির ভূমিকা অপরিসীম। নববর্ষ হোক বা বিজয়া— পাতে তার মিষ্টি বাধা। ভোজনরসিক বাঙালি মিষ্টি থেকে মুখ ফিরিয়েছে— এমন দিন কল্পনাতেও সে ভাবে না। মিষ্টি-তালিকা আজ আর রসগোল্লা-সন্দেশে থেমে নেই। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির পাতে এসেছে নানা এক্সপেরিমেন্টের ফল। সাবেকি মিষ্টিতে লেগেছে চকোলেটের ছোঁয়া। এ বার আপনার রান্নাঘরে চকো-নাড়ু, পোহা ক্ষীর এবং রাবড়ি আনলেন অমৃতা পাল, চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া দত্ত।

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৪ ০০:০০
Share: Save:

চকো-নাড়ু

উপকরণ

• দু’কাপ নারকেল কোরা • চিনি পরিমাণ মতো • চকোলেট দু’প্যাকেট

প্রণালী

• কড়াইতে নারকেল কোরা দিয়ে আভেনে বসান।

এর পর চিনি দিয়ে নাড়তে থাকুন, যেন পুড়ে না যায়। চিনি এবং নারকেল
পুরোপুরি মিশে গেলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।

চকোলেটের খানিকটা অংশ একটি পাত্রে ভেঙে রাখুন।

এর পর পাত্রটি গরম জলের উপর রাখুন। দেখবেন চকোলেটটি গলে গিয়েছে।

এ বার আর একটি পাত্রে বাকি চকোলেট কুরিয়ে রাখুন।

নারকেল কোরার সঙ্গে চকোলেটগুঁড়ো মিশিয়ে দিন এবং
নাড়ুর আকারে গড়ে ফ্রিজে রেখে দিন এক থেকে দু’ঘণ্টা।

নাড়ুগুলো এ বার গলিয়ে রাখা চকোলেটের পাত্রে ডুবিয়ে অন্য পাত্রে রাখুন এবং
আবার ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রেখে দিন। ব্যাস তৈরি হয়ে গেল চকো-নাড়ু।

পোহা ক্ষীর

উপকরণ

• চিঁড়ে: এক কাপ • দুধ: তিন কাপ

• কনডেন্সড মিল্ক: এক কাপ • কাজুবাদাম

• কিসমিস • এলাচগুঁড়ো

প্রণালী

চিঁড়ে ভাল করে ধুয়ে ১০ মিনিট রেখে দিন।

এর পর কড়াইতে অল্প ঘি দিয়ে কাজুবাদাম ও কিসমিস দিয়ে একটু নেড়ে নিতে হবে।

একটি পাত্রে দুধ ফুটতে দিন এবং দুধ ফুটে গেলে তাতে চিঁড়ে মিশিয়ে মাঝে মাঝে নাড়তে থাকুন।

• দুধ ফুটে অর্ধেক হয়ে এলে তাতে কনডেন্সড মিল্ক মিশিয়ে নাড়তে থাকুন।

এ বার এতে কাজুবাদাম ও কিসমিস ছড়িয়ে দিন।

আঁচ থেকে সরিয়ে এনে অল্প এলাচগুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন।

রাবড়ি

উপকরণ

• ঘন দুধ: এক কাপ

• কনডেন্সড মিল্ক: ১/২ কাপ

• চিনি: এক টেবল চামচ

• আমন্ড কুচি

প্রণালী

• পাউরুটির ধারগুলো কেটে নিতে হবে।
• তার পর হাত দিয়ে চটকে বা ফুড প্রসেসারে দিয়ে পাউরুটির গুঁড়ো তৈরি করে নিন।
• একটা বড় নন-স্টিক পাত্রে দুধ ফোটাতে হবে।
• তার পর তাতে পাউরুটির গুঁড়ো, চিনি,
কনডেন্সড মিল্ক অল্প আঁচে ভাল করে মেশাতে হবে।
• যত ক্ষণ মিশ্রণটা ঘন না হচ্ছে, তত ক্ষণ নাড়তে হবে।
• খেয়াল রাখতে হবে তলা যেন ধরে না যায়।
• এর পর আভেন বন্ধ করে দিয়ে ঠান্ডা করার জন্য ফ্রিজে দু’ঘণ্টা মতো রেখে দিতে হবে।
• এর পর আমন্ড ছড়িয়ে পরিবেশন করুন
ঠান্ডা রাবড়ি।

পোহা ক্ষীর

চকো-নাড়ু

রাবড়ি

অমৃতা পাল,
কানাডা

মহুয়া দত্ত
তাইওয়ান

চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়
ইটানগর, অরুণাচল প্রদেশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE