Advertisement
E-Paper

ওজন ৩০০ কেজি, দেখভালে রয়েছেন সেবিকা, ভেঙে ফেলেন খাটও! মাদকপাচারে বন্দির ভরণপোষণে দৈনিক খরচ প্রায় দু’লক্ষ!

মাদকপাচারের অভিযোগে ২৭ বছর বয়সি এক তরুণে গ্রেফতার করে পুলিশ। ৩০০ কেজি ওজনের সেই বন্দির জন্য সরকারের প্রতি দিন খরচ হচ্ছে প্রায় দু’লক্ষ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১২:৩৪
prisoner weighing nearly 300 kg is costing the state 2 lakh per day

ছবি: এআই।

রাজার হালে থাকেন এই বন্দি। তাঁর ভরণপোষণের জন্য সরকারের কোষাগার থেকে দৈনিক খরচ হয় ১ লক্ষ ৮০ হাজার টাকা! সাধারণ বন্দিদের তুলনায় ১০ গুণ বেশি। ৩০০ কেজি ওজনের ২৯ বছর বয়সি এক বন্দির জন্য বিপুল খরচের বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে। মাদকপাচারের মামলায় দোষী সাব্যস্ত বন্দির জন্য কেন করের টাকা অপচয় করা হচ্ছে তা নিয়ে নাগরিকেরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে প্রশাসন। ইউরোপীয় দেশ অস্ট্রিয়ায় এমন একটি অস্বাভাবিক ঘটনা প্রকাশ্যে এসেছে যা দেশ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণের বাড়ি থেকে পুলিশ ৪৫ কেজি গাঁজা, দু’কেজি কোকেন, দু’কেজি অ্যাম্ফিটামিন এবং দু’হাজারের এরও বেশি এক্সট্যাসি ট্যাবলেট বাজেয়াপ্ত করার পর তাকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁকে ভিয়েনার জোসেফস্টাড্ট কারাগারে বন্দি করা হয়। সেখানে বিপুল বপুর বন্দিটি খাট ভেঙে ফেলেন। এর পর তাঁকে রাজধানী থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কর্নিউবার্গ কারাগারে স্থানান্তরিত করা হয়।

সেখানে তাঁর শোয়ার জন্য বিশেষ খাটের বন্দোবস্ত করতে হয় কারা কর্তৃপক্ষকে। বন্দির ওজনের ভার সইতে পারে এমন শক্তপোক্ত ধাতব খাট দেওয়া হয় তাঁকে। তাঁকে দেখাশোনা করার জন্য রয়েছেন এক জন সেবিকাও। বিচারবিভাগীয় সূত্র জানিয়েছে, এই বন্দির যত্নের জন্য প্রতি দিন প্রায় ১.৮ লক্ষ টাকা খরচ হয়। সেখানে সাধারণ এক বন্দির জন্য ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।সাধারণ নাগরিকদের মতে সে দেশে সরকারি চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। সেখানে এই ধরনের অপরাধীদের জন্য এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রিয়াবাসীদের একাংশ।

Austria Tax
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy