Advertisement
০৩ মে ২০২৪
Viral

এভারেস্টের মাথা থেকে পৃথিবীটাকে কেমন দেখতে লাগে? ভিডিয়োতে ধরা পড়লো সেই দৃশ্য

—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৪
Share: Save:

পৃথিবীর সর্বোচ্চ বিন্দু কোনটি? এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি --- হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কিন্তু সর্বোচ্চ বিন্দু অর্থাৎ এভারেস্টের মাথা থেকে ঠিক কেমন দেখতে লাগে পৃথিবীটাকে? তার জবাব চোখের সামনে তুলে ধরলেন এভারেস্টজয়ী এক দল পর্বতারোহী। এভারেস্টের শৃঙ্গ ছোঁয়ার পর তার মাথা থেকে ড্রোনের মাধ্যমে ৩৬০ ডিগ্রি ক্যামেরায় ছবি তুলেছেন তাঁরা। সেই ছবি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে তাবৎ নেটাগরিককুল।

ভিডিয়ো তে দেখা যাচ্ছে এভারেস্টের শৃঙ্গের নীচে গোল বলের মতো ছোট্ট পৃথিবী, তার পর তাকে পেরিয়ে নীল মহাশূন্য। সেখানে পৃথিবীর ঠিক পাশটিতেই জ্বলজ্বল করছে সূর্য। দৃশ্যটি দেখে বাক্যহারা হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। কারণ এর আগে তাঁরা এভারেস্ট জয়ের নানা কাহিনী দেখলে বা শুনলেও এমন দৃশ্য দেখার সুযোগ হয়নি তাঁদের। স্বাভাবিক ভাবেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। তবে একই সঙ্গে ওই পর্বতারোহীদের উদ্যোগের প্রশংসাও করেছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mount Everest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE