সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন এক কানাডার পর্যটক। ফুরফুরে মেজাজে সমু্দ্রের ধারে একের পর এক ছবি তুলছিলেন ৫৫ বছর বয়সি মহিলা। সেই ছুটিই যে দুঃস্বপ্নে পরিণত হতে পারে তা কল্পনা করতে পারেননি তিনি। অতিরিক্ত সাহসী হয়ে এক হাঙরের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন মহিলা। সেই ভুলেরই মাসুল দিতে হল তাঁকে। এক ঝটকায় প্রৌঢ়ার দুটি হাত কামড়ে ছিঁড়ে নিয়ে গেল হাঙরটি। গোটা দৃশ্যটির সাক্ষী ছিল তাঁর পরিবারের সদস্যরা। মহিলার স্বামী জলে ঝাঁপিয়ে পড়ে হাঙরটিকে তাড়ানোর চেষ্টা করেন। হাঙরটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। তা সত্ত্বেও হাঙরটি পিছনে ফিরে এসে আক্রমণ করার চেষ্টা করে।
৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ ক্যারিবিয়ান সাগরে অবস্থিত টার্কস অ্যান্ড কাইকোস নামের দ্বীপে ঘটনাটি ঘটেছিল। ‘দ্য সান’ জানিয়েছে, শুক্রবার থম্পসনস কোভ বিচের কাছে উপকূল থেকে মাত্র কয়েক মিটার দূরে এই ঘটনাটি ঘটেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রৌঢ়ার একটি হাত কব্জি থেকে এবং অন্যটি মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে হাঙরটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলার সারা শরীর রক্তে ভেসে গিয়েছিল। বহু পর্যটকই সাহায্যের জন্য দৌড়ে এসেছিলেন। ৪০ মিনিট ধরে তিনি তীরেই পড়েছিলেন। অনেকের অনুমান, হাঙরটি প্রায় ছয় ফুট লম্বা ছিল। যদিও এটি কোন প্রজাতির তা নিশ্চিত করা হয়নি। সানের প্রতিবেদনে বলা হয়েছে যে এটি একটি বুল হাঙর হতে পারে। এই অঞ্চলে সাধারণত এদেরই দেখা মেলে।
পুলিশ এবং চিকিৎসা কর্মীদের তৎপরতায় মহিলাকে দ্রুত চিকিৎসার জন্য চেশায়ার হল মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য কানাডায় ফেরত পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত এক জন ব্যক্তি জানিয়েছেন, গুরুতর আঘাত সত্ত্বেও প্রৌঢ়া তীরে ফিরে আসতে পেরেছিলেন। তাঁর উরুতে হাঙরের কামড়ের ক্ষত ছিল।