Advertisement
E-Paper

নিলামে উঠল ১০০ টন জ্যান্ত কুমির, দাম ‘অতি সামান্য’! তবে ‘ডেলিভারি’র দায়িত্ব ক্রেতার

১০০ টন জীবন্ত কুমির নিলামের দর হাঁকা হয়েছে ৪০ লক্ষ ইউয়ান বা ৪ কোটি ৭২ হাজার টাকা। নিলামটি ১০ মার্চ শুরু হয়েছে এবং ৯ মে পর্যন্ত চলবে। চামড়া এবং মাংস ছাড়াও ওষুধ, প্রসাধনী এবং ওয়াইনের মতো ১০০টিরও বেশি পণ্যে কুমির ব্যবহার করা হয় চিনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৭:৪০
court will auction off 100 tonnes of live crocodiles

—প্রতীকী ছবি।

আদালতের নির্দেশে নিলাম ডাকা হল ১০০ টন জীবন্ত কুমিরের! সেই নিলামের শর্ত হল ভয়ঙ্কর সরীসৃপগুলিকে ক্রেতাদের সরাসরি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। অর্থাৎ নিলামে অংশ নিতে হলে আগে থেকে কুমির নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রাখতে হবে। সম্প্রতি, শেনজেনের নানশান পিপল্‌স কোর্ট অনলাইনে এই প্রাণীগুলিকে নিলামে চড়ানোর কথা ঘোষণা করেছে। সেই ঘোষণাটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে ও এই নিয়ে চর্চা শুরু হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চিনা সংস্থা ‘আলিবাবা’র জুডিশিয়াল অকশন প্ল্যাটফর্মে নিলামটির আয়োজন করা হয়েছে।

১০০ টন জীবন্ত কুমির নিলামের দর হাঁকা হয়েছে ৪০ লক্ষ ইউয়ান বা ৪ কোটি ৭২ হাজার টাকা। নিলামটি ১০ মার্চ শুরু হয়েছে এবং ৯ মে পর্যন্ত চলবে। চামড়া এবং মাংস ছাড়াও ওষুধ, প্রসাধনী এবং ওয়াইনের মতো ১০০টিরও বেশি পণ্যে কুমির ব্যবহার করা হয় চিনে। যে কুমিরগুলিকে নিলামে চড়ানো হবে, সেগুলি গুয়াংডঙের হংই কুমির প্রজননকারী একটি সংস্থার। ২০০৫ সালে তৈরি হওয়া সেই সংস্থাটির মূলধন ছিল প্রায় ৫৯ কোটি টাকা। পরে এই সংস্থার মালিক ঋণখেলাপি হওয়ায় সংস্থার সম্পত্তি হিসাবে কুমিরগুলিকেও নিলামে বিক্রি করে ঋণ মেটানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত। কুমিরগুলির ওজন ২০০ থেকে ৫০০ কেজির মধ্যে। তাই ১০০ টনের মধ্যে ২০০ থেকে ৫০০টি কুমির থাকতে পারে বলে অনুমান।

সেই নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ক্রেতাদের জলজ বন্যপ্রাণীর জন্য কৃত্রিম প্রজনন করার বৈধ ছাড়পত্র (লাইসেন্স) থাকতে হবে এবং কুমির চালানের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে ক্রেতাকেই। যদি ক্রেতা এই শর্ত পূরণ করতে ব্যর্থ হন, তা হলে আদালত জরিমানা হিসাবে ৩ লক্ষ ইউয়ান বা ৫ লক্ষ টাকা কেটে রাখা হবে। তবে নিলামের বিজ্ঞপ্তিটি চার হাজারের বেশি বার দেখা হলেও অংশগ্রহণ করার জন্য কেউ আগ্রহ দেখাননি বলেই জানা গিয়েছে।

China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy