Advertisement
E-Paper

বাবাকে সমাধিস্থ করতে এসে ঘটল ভয়াবহ দুর্ঘটনা! সমাধির মধ্যে কফিনের নীচে আটকে পড়লেন পুত্র

শোকের শান্ত পরিবেশে হঠাৎ করেই ঘটে যায় আরও একটি দুর্ঘটনা। পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়ার একটি সমাধিস্থলে কফিন নামাতে গিয়ে সেটি আচমকাই ধসে পড়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৪:৩৮
deceased man\\\\\\\'s son trapped beneath the coffin

ছবি: সংগৃহীত।

বাবাকে সমাধি দিতে গিয়ে নিজেই সমাধিতে ঢুকে গেলেন ছেলে। তাঁর সঙ্গে যাঁরা কফিন বয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরাও হুড়মুড় করে পড়ে গেলেন সমাধিক্ষেত্রে। শোকের শান্ত পরিবেশে হঠাৎ করেই ঘটে যায় আরও একটি দুর্ঘটনা। পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়ার একটি সমাধিস্থলে কফিন নামাতে গিয়ে সেটি আচমকাই ধসে পড়ে। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমসূত্রে খবর, গত ২১ মার্চ বেঞ্জামিন অ্যাভিলস নামে এক ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে মারা যান। পরিবারের সদস্যেরা তাঁর শেষকৃত্যের জন্য সেই সমাধিস্থলে জড়ো হয়েছিলেন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অ্যাভিলসের কফিনটি তাঁর ছেলে ও পরিবারের কয়েক জন বয়ে আনছিলেন। সমাধিক্ষেত্রে কফিনটি নিয়ে আসতেই সেখানকার কাঠের পাটাতন হঠাৎ ভেঙে পড়ে। কবরের নীচে পড়ে যান মৃতের ছেলে। বাদবাকিরাও সেখানে প়়ড়ে যান। কফিনটি তাঁদের দেহের উপর পড়ে যায়। এর ফলে কফিনবহনকারীরা অনেকেই আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে।

এক্স হ্যান্ডলে ‘কলিনরাগ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে। কফিন বহনকারীরা যখন মাটিতে কফিন রাখার চেষ্টা করছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। কাঠের পাটাতনটি ভেঙে সবাই ভিতরে ঢুকে যান। এই ঘটনার জন্য পরিবারের সদস্যেরা সমাধিস্থলের অব্যবস্থার দিকে আঙুল তুলেছেন। কাঠের পাটাতন ভিজে নষ্ট যাওয়ায় সমাধিক্ষেত্রটি টলমল করছিল বলে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। অ্যাভিলসের সৎকন্যা স্থানীয় গণমাধ্যমকে জানান, এই ঘটনার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত কারণ, শেষকৃত্যের অনুষ্ঠানটি ব্যাহত হয়েছিল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy