গাড়ি থেকে ঝুলে রয়েছে অর্ধেক শরীর। হাতে ধরা মদের বোতল। তা থেকে মাঝেমাঝে চুমুক দিচ্ছেন। প্রকাশ্য রাস্তায় চলন্ত গাড়িতে মদ্যপান করছেন দুই যুবক। গাড়িটিকে ঘিরে রয়েছে কয়েকটি বাইকও। উত্তরপ্রদেশের আমরোহার ঘটনা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একদল যুবক প্রচণ্ড গতিতে গাড়ি ও বাইক চালিয়ে জাতীয় সড়কে হট্টগোল করছে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। ঘটনাটি আমরোহার ৯ নম্বর জাতীয় সড়কের দিদৌলি কোতোয়ালি এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সড়কে দুই যুবক চলন্ত গাড়ির জানলা দিয়ে শরীর ঝুলিয়ে দিয়ে মদ্যপান করছেন। গাড়িটির চারদিকে ঘিরে চলছে বাইকগুলিও। তাতে বসে থাকা যুবকেরা চিৎকার করছেন ও গাড়িতে থাকা যুবকদের মদ্যপান করতে দেখে উল্লসিত হয়ে উঠছেন। ‘অর্জুনপিচৌধরি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তাঁদের বেপরোয়া কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ট্র্যাফিক আইন লঙ্ঘন এবং জাতীয় সড়কে মদ্যপান করার মতো গুরুতর অপরাধের শাস্তির দাবি তুলেছেন অনেকেই।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই স্থানীয় পুলিশের নজর আসে ঘটনাটি। জড়িত যুবকদের শনাক্ত করার তদন্ত শুরু হয়েছে। দিদৌলি কোতোয়ালি থানার আধিকারিক জানিয়েছেন, ট্র্যাফিক আইন লঙ্ঘন এবং জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়া স্টান্টে জড়িত থাকার জন্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।