আকারে ছোট হল কী হবে জঙ্গলের দ্রুততম প্রাণীও হার মানল তার গতির কাছে। একবার গাছের মাথায় চড়ে পরক্ষণেই নীচে নেমে একটি চিতাবাঘকে ঘোল খাইয়ে ছেড়ে দিল ছোট্ট এক কাঠবেড়ালি। শিকারীকে ফাঁকি দেওয়ায় অসম্ভব দক্ষ সেই খুদে প্রাণীটি। শিকারের হাতে রীতিমতো নাকাল হতে হল শিকারীকেই। শিকারের পিছনে বার বার ধাওয়া করেও তার টিকি থুড়ি লেজের ডগাটুকুও ছুঁতে পারেনি চিতাবাঘটি। সেই ঘটনারই একটি ভি়ডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োটি ‘লেটেস্টক্রুগার’ ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি সম্ভবত দক্ষিণ আফ্রিকার কোনও একটি জাতীয় উদ্যানে তোলা। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি বড় চিতাবাঘ মাটি থেকে লাফ দিয়ে একটি গাছে চড়ছে। কারণ গাছের কাণ্ডের গায়েই আটকে রয়েছে একটি ছোট্ট কাঠবেড়ালি। প্রথমে চিতাবাঘটি গাছের উপরে চড়তেই কাঠবেড়ালিটি নীচে নেমে আসে। বাঘ মাটিতে লাফাতেই শিকার মাটি ছেড়ে গাছে চড়তে থাকে। শিকারীকে নিজের পিছন পিছন গাছের মগডাল পর্যন্ত তুলে নিয়ে যায়। যেই চিতাবাঘটি উঁচুতে উঠে পড়ে তীরের বেগে নীচে নেমে আসে কাঠবেড়ালিটি । গাছের উপরে শিকারকে খুঁজে না পেয়ে ইতিউতি তাকাতে তাকাতে নীচে নেমে আসে। ততক্ষণে খুদে জন্তুটি নীচে নেমে টেনে দৌড় দিয়েছে। শিকারের নাগাল পেতে মাটিতে নেমে তার পিছু দৌড় দেয় চিতাবাঘটি।
এখানেই শেষ হয়ে গিয়েছে ভিডিয়োটি। চোর পুলিশের খেলায় কার হার কার জিত হল তা স্পষ্ট হয়নি শেষপর্যন্ত। ভিডিয়োটিতে ৬৬ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে।