Advertisement
E-Paper

তিন বার বিয়ে ভেঙেও ছাঁদনাতলায় যেতে মরিয়া! তরুণের ‘অধ্যবসায়’কে ইউপিএসসির সঙ্গে তুলনা করল নেটপাড়া

বিহারের জামুই জেলার মলয়পুরের বাসিন্দা বাবলুর জীবন কোনও হিন্দি ছবির গল্পের চেয়ে কম নাটকীয় নয়। প্রেমের খোঁজে বাবলু এ পর্যন্ত তিন বার বিয়ে করেছেন। কোনও স্ত্রীই বেশি দিন তাঁর সঙ্গে সংসার করতে চাননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১১:৩২
A man got married thrice and wives left him

—প্রতীকী ছবি।

এক বার নয়, তিন তিন বার ভেঙেছে বিয়ে! তাতেও হাল ছাড়তে রাজি নন তরুণ। তিন স্ত্রীর সঙ্গেই দাম্পত্য জীবনের মেয়াদ ছিল মাত্র দু’মাস। তার পরই একে একে স্বামীকে ছেড়ে চলে যান তিন জনই। বিবাহ এমন একটি বন্ধন যেখানে বর এবং বধূ একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন। সুখে-দুঃখে, স্বামী-স্ত্রী প্রতিটি মুহূর্তে একে অপরের সঙ্গী হওয়ার শপথ নিয়ে থাকেন। জীবনসঙ্গী যদি মাঝপথে ছেড়ে দিয়ে যান তার থেকে দুঃখজনক কিছু হয় না। তিন বার বিয়ে না টিকলেও দমতে রাজি নন বিহারের বাসিন্দা বাবলু কুমার। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

বাবলুর হৃদয় এক বার নয়, দু’বার নয়, তিন বার ভেঙেছে। তিনি তিন বার বিয়ে করেছিলেন। সেই তিনটি বিয়েই ব্যর্থ হয়েছিল কারণ তিন স্ত্রীই তাঁকে বিয়ের পর পর ছেড়ে চলে গিয়েছিলেন। বিহারের জামুই জেলার মলয়পুরের বাসিন্দা বাবলুর জীবন কোনও হিন্দি ছবির গল্পের চেয়ে কম নাটকীয় নয়। প্রেমের খোঁজে বাবলু এ পর্যন্ত তিন বার বিয়ে করেছেন। কোনও স্ত্রীই বেশি দিন তাঁর সঙ্গে সংসার করতে চাননি। সবচেয়ে দুঃখজনক ছিল তাঁর তৃতীয় বিয়ে। তৃতীয় স্ত্রী বিয়ের ঠিক এক দিন পরই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের গোড়ায় বাবলু প্রথম বার বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু দু’মাস যেতে না যেতেই সদ্যবিবাহিতা স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। তার পর ২০২৩ সালের জুনে তিনি আবার বিয়ে করেন এই ভেবে যে, এ বার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মাত্র দেড় মাসের মাথায় তাঁর দ্বিতীয় স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। ২০২৩ সালের ২ ডিসেম্বর তৃতীয় বারের জন্য বিয়ে করেন। বিয়ের পর বাবলু যখন তাঁর নববধূকে বাড়িতে নিয়ে আসেন, তখন তাঁর স্ত্রী তাঁকে মেকআপ কেনার অছিলায় বাজারে পাঠান। ফিরে এসে বাবলু দেখতে পান তাঁর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। এত কিছুর পরও বাবলু আশা ছাড়েননি এবং তিনি চতুর্থ বার বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুত।

বাবলুর ‘বিবাহ অভিযান’ সম্পর্কিত ভিডিয়ো ‘মিউজ়ইনস্টা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে। তরুণের বিয়ে ভাঙার গল্প সমাজমাধ্যম ব্যবহারকারীদের সত্যিই হতবাক করেছে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘বাবলু ভাইয়ের মনোবল সত্যিই উঁচু দরের।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘এটা কি বিয়ে না কি ইউপিএসসি পরীক্ষা?’’

Bihar Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy