ছবি তুলতে গিয়ে ভয়াবহ বিপদ এড়ালেন এক তরুণী। বিশাল এক ঢেউ আছড়ে পড়ার আগে কোনও রকমে প্রাণে বাঁচলেন তিনি। একটি ভিডিয়োয় ধরা পড়েছে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সমুদ্রের ঢেউ। নিজস্বী ও ভিডিয়ো তোলার সময় আনন্দে তরুণী ভ্লগারের খেয়ালই ছিল না যে কী বিপদ আসতে চলেছে। হঠাৎই সমুদ্রের বিশাল এক ঢেউ আছড়ে পড়ে তাঁর উপর। বরাতজোরে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচেন ওই তরুণী। সেই ভয় ধরানো ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সম্প্রতি বালির অ্যাঞ্জেল’স বিল্লাবং-এর বিচে ঘুরতে গিয়েছিলেন ভ্রমণ ভ্লগার কেটি জনসন। সেখানে গিয়ে তিনি ছবি ও ভিডিয়োর জন্য দাঁড়িয়ে ছিলেন সৈকত থেকে একটু এগিয়ে সমু্দ্রের মধ্যে উঠে থাকা একটি পাথরে। কিন্তু হঠাৎই বিশালাকার একটি ঢেউ ধেয়ে আসে সে দিকে। কিছু বুঝে ওঠার আগেই বিশাল ঢেউয়ে চাপা পড়ে যান তিনি। তিনি যেখানে দাঁড়িয়ে ছবি তুলছিলেন সেখানে সমুদ্রের ঢেউ পাথুরে পাহাড়ের উপর আছড়ে পড়ার ফলে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয়। সেই ছবির লোভে তিনি পাথরের উপর গিয়ে দাঁড়িয়েছিলেন।
এই ঘটনাটিকে ‘জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি’ বলে মন্তব্য করেছেন কেটি। তিনি জানান, সমুদ্রের ঢেউ যেন মৃত্যুদূতের মতো হাজির হয়েছিল। ঢেউটি আছড়ে পড়তেই কয়েক সেকেন্ডের জন্য তাঁর আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। একটু এ দিক-ও দিক হলেই ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে সলিলসমাধি ঘটতে পারত। পরে তিনি জানতে পেরেছিলেন, যে জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন সেখানে এক ডজনেরও বেশি পর্যটক মারা গিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন কেটি। বহু মানুষ ইতিমধ্যেই ভিডিয়োটি দেখেছেন। সুবিশাল জলরাশি আছড়ে পড়ার দৃশ্য দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা।