Advertisement
E-Paper

এক বছরের নেটফ্লিক্সের খরচে বিয়ে সারলেন দম্পতি! কী ভাবে সম্ভব হল ১৫৯২ টাকার বিয়ে?

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে মাত্র ১৫৯২ টাকাতেই একটি বিয়ে সেরে ফেলা সম্ভব। এক রেডিট ব্যবহারকারী দাবি করেছেন তাঁর বিয়েতে যা খরচ হয়েছিল তা এক বছর নেটফ্লিক্স দেখার খরচের সমান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৩:৪১
Rajasthan man got married in just 1592 Rupees

—প্রতীকী ছবি।

ধনকুবের, শিল্পপতি ও বলিউডি নায়ক-নায়িকাদের হাজার হাজার কোটি টাকা বিয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ভারতের সাধারণ পরিবারেও বিয়ে মানেই লাখ লাখ টাকার খরচা। ঐতিহ্যবাহী ভারতীয় বিয়ে মানেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, অতিথিদের সমারোহ। গহনা ও সুন্দর সাজপোশাক পরা বধূ। বাস্তবে বিয়ে হল দুটি হৃদয়ের বন্ধন মাত্র। আইনের অনুমোদন হলেই সেই বিয়ে সম্পূর্ণ। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে মাত্র ১৫৯২ টাকাতেই একটি বিয়ে সেরে ফেলা সম্ভব। এক রেডিট ব্যবহারকারী দাবি করেছেন তাঁর বিয়েতে যা খরচ হয়েছিল তা নেটফ্লিক্সের বার্ষিক সাবস্ক্রিপশনের সমান।

রেডিট ব্যবহারকারী তাঁর বিয়ের ছবি দিয়ে পোস্টে লেখেন, বিয়ের ঝামেলা এড়াতে তিনি ও তাঁর বান্ধবী আদালতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কোনও বিবাহ পরিকল্পনাকারী নেই, কোনও অভিনব পোশাক নেই, কেবল পাত্র-পাত্রী, পরিবার এবং আইনি সহায়তাকারী। সাকুল্যে ১ হাজার ৫৯২ টাকা খরচ করেছেন তাঁরা।

চলতি বছরে ১৭ এপ্রিল বিয়ের জন্য আবেদন করেন তাঁরা। ৮ মে, পরিবার এবং সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয় তাঁদের। কাগজপত্রে স্বাক্ষর করা হয়েছিল। শপথ নেওয়া হয়েছিল। বিবাহের পর শংসাপত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন তাঁরা বলে পোস্টে উল্লেখ করেছেন পোস্টদাতা।

পাই পেপারের জন্য ২০ টাকা, স্ট্যাম্প পেপারের জন্য ৩২০ টাকা, জরুরি ছবির জন্য ২৬০ টাকা, আইনি এবং স্ট্যাম্প পেপারের জন্য ২০০ টাকা, নোটারির জন্য ৪০০ টাকা। সরকারি কর বাবদ ১০০ ও অন্যান্য খরচের জন্য ২৯০ টাকা। সব মিলিয়ে ১,৫৯২ টাকা খরচ করেছেন তাঁরা।

Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy