স্পেনের ষাঁড়ের দৌড় থেকে শুরু করে ভারতের জাল্লিকাট্টু, ষাঁড়কে খেপিয়ে তার সঙ্গে লড়াইয়ে মাততে ভালবাসে মানুষ। বিপদের আশঙ্কা সত্ত্বেও ষাঁড়ের হামলার সামনে পড়ে মজা উপভোগ করে উৎসুক জনতা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োয় একটি মর্মান্তিক ঘটনা ধরা পড়েছে, যেখানে এক জন ব্যক্তি বার বার একটি ষাঁড়কে রাগিয়ে দিচ্ছেন। সেই প্রাণীটির শিঙে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। এর পর যা ঘটে তা এক কথায় ভয়াবহ। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘অ্যানিম্যালসবিএনডি’ নামের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বার বার প্রাণীটিকে উত্ত্যক্ত করার পর সেটি প্রবল গতিতে ছুটে এসে সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে শিং দিয়ে আঘাত করে শূন্যে উড়িয়ে ফেলে দেয়। ভিডিয়োর শুরুতে দেখা যায় ঘেরা জায়গায়, এক জন যুবক ও জ্বলন্ত শিং নিয়ে একটি ষাঁড় দাঁড়িয়ে আছে। যুবকটি কাঠ দিয়ে তৈরি একটি সিঁড়ির সামনে দাঁড়িয়ে ক্রমাগত ষাঁড়টিকে আক্রমণের জন্য প্ররোচিত করার চেষ্টা করেন। প্রথমে ষাঁড়টি স্থিরই থাকে, ধৈর্য ধরে যুবকটিকে দেখতে থাকে। এর পর লোকটি ষাঁড়টির দিকে বালি ছুড়লে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। ভিডিয়োর শেষের দিকে দেখা গিয়েছে ক্ষিপ্ত ষাঁড়টি ভয়ানক বেগে লোকটির দিকে ঝাঁপিয়ে পড়ে। সাবধান হওয়ার অবকাশ পাননি ওই ব্যক্তি। শিঙের গুঁতোয় শূন্যে উড়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান যুবক।
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। এক জন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘আপনি কি এটাই চেয়েছিলেন?’’ অন্য এক জন উদ্বিগ্ন হয়ে মন্তব্য করেছেন, ‘‘আমার মনে হয় এই লোকটির ঘাড় ভেঙে গিয়েছে।’’