হ্রদের কাদায় আটকে পড়েছিল একটি হস্তিনী। তাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ বিপন্ন হল এক পশুচিকিৎসকের। বুনো হাতির দলের আক্রমণের মুখে পড়েন তিনি। তাঁর দিকে তেড়ে আসে হাতির পাল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসককে উদ্ধার করেন বনকর্মীরা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন তিনি। ঘটনাটি ঘটেছে ওড়িশার কুলডিহায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল বলে পিটিআই সূত্রে খবর। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে চিকিৎসককে কটকের এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
আরও পড়ুন:
কুলডিহা সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এই ঘটনাটি ঘটে যখন বন কর্মকর্তাদের একটি দল ও চিকিৎসক একটি অসুস্থ হস্তিনীকে উদ্ধার ও চিকিৎসার জন্য জঙ্গলে যান। বন আধিকারিক জানিয়েছেন, রিশিয়া হ্রদের কাছে একটি বাঁধ থেকে পড়ে যাওয়ার পর হাতিটি কাদায় আটকে যায়। হঠাৎ করেই একদল বন্য হাতি ঘটনাস্থলে এসে পৌঁছয়। বিপদের আশঙ্কায় তারা উদ্ধারকারী দলটিকে ধাওয়া করতে থাকে। নীলগিরি পশুচিকিৎসা হাসপাতালের পশুচিকিৎসক শুভাশিস মহাপাত্র ঘটনাস্থল থেকে পালানোর সময় পড়ে যান এবং একটি বড় হাতি আক্রমণ করে বসে তাঁকে। অন্যেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে বনকর্মীর দল আহত চিকিৎসককে উদ্ধার করে নিয়ে আসেন। তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন সেখানে। প্রথমে তাঁকে বালাসোর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কটক নিয়ে যাওয়া হয়।