বিনা টিকিটে ট্রেনে উঠে বসেছিলেন এক তরুণী। টিকিট পরীক্ষক টিকিট দেখতে চাইতেই রণরঙ্গিনী মূর্তি ধারণ করলেন মহিলা যাত্রী। এমনকি বোতল দিয়ে টিকিট পরীক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ারও হুমকি দিতে শুরু করেন কামরার মধ্যেই। নিজেকে লোকো পাইলটের স্ত্রী বলে পরিচয় দিতে শুরু করেন। ওই তরুণী ও টিটিইর মধ্যে তীব্র তর্কাতর্কির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি গত ১৭ অক্টোবরের। টিকিট না কেটে সন্তানদের নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠে জমিয়ে বসেছিলেন আনন্দী কুমারী নামের ওই তরুণী। বৈধ টিকিট না থাকায় টিটিই তাঁকে কামরা থেকে চলে যেতে বলতেই মারমুখী হয়ে ওঠেন আনন্দী। তিনি তাঁর স্বামীর পরিচয় দিয়ে টিটিইকে হুমকি দিতে শুরু করেন। দু’জনের মধ্যে তীব্র তর্ক শুরু হয়।
ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী তাঁর সন্তানদের নিয়ে ভ্রমণ করছেন। টিটিই তাঁর টিকিট দেখতে চাইছেন। তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন মহিলা যাত্রী। তিনি টিকিট তো দেখাতেই পারেননি, উপরন্তু তর্ক জুড়ে দেন। তাঁর দাবি, তিনি এক জন লোকো পাইলটের স্ত্রী। এ জন্যই তিনি টিকিট কাটার প্রয়োজন বোধ করেননি। তীব্র বাদানুবাদ শুরু হয় দু’জনের। আনন্দীকে বোতল হাতে নিতে দেখা যায়। টিটিইর মাথা ফাটিয়ে দেওয়ার হুমকিও দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই হাজার হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক জন নেটাগরিকের মন্তব্য, ‘‘শুধুমাত্র এক জন লোকো পাইলটের স্ত্রী বলেই কি তিনি টিকিট কিনবেন না?’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘মহিলার মাথাতেই গন্ডগোল রয়েছে।’’