সমুদ্রের গহিনে ডুব দিয়ে তাল তাল সোনা, রুপো তুলে আনলেন ডুবুরিরা। আঠারো শতকে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে প্রায় ৯ কোটি টাকার সম্পদ উদ্ধার করলেন অভিযাত্রীরা। ফ্লরিডার বিখ্যাত ট্রেজ়ার কোস্টে ডুব দিয়ে এই বিপুল পরিমাণ সম্পদ উত্তোলন করা হয়েছে বলে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই অভিযানটি চালানো হয়েছিল। ডুবুরিদের এক জনের মুদ্রাভর্তি একটি থলি উপুড় করে দেওয়ার সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে ১৭১৫ সালের ৩১ জুলাই স্পেনের দিকে ফেরত যাওয়ার সময় স্প্যানিশ নৌবহরের একটি জাহাজ সামুদ্রিক ঘূর্ণিঝড়ের মুখে পড়ে ডুবে যায়। সেই জাহাজের ধ্বংসাবশেষ থেকে এই উদ্ধার অভিযান চালানো হয়েছিল। ডুবুরিরা পরিত্যক্ত জাহাজে সন্ধান চালিয়ে ১,০০০টিরও বেশি রুপোর মুদ্রা, বিরল স্বর্ণমুদ্রা-সহ আরও মূল্যবান নিদর্শন তুলে আনেন। এই মুদ্রাগুলির মধ্যে কিছু কিছু ৩০০ বছরেরও বেশি পুরনো বলে মনে করছেন গবেষকেরা। ফ্লরিডার পূর্ব উপকূল বরাবর বিস্তৃত রয়েছে ট্রেজ়ার কোস্ট। এই অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে উপকূলে ভেসে আসা বা নৌবহরের ধ্বংসাবশেষ থেকে অসংখ্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করার জন্য বিখ্যাত।
প্রায় ৪০ কোটি টাকা মূল্যের সম্পদ নিয়ে স্পেনের অভিমুখে যাত্রা শুরু করেছিল জাহাজটি। গন্তব্যে ফেরার আগেই জাহাজডুবি হয়ে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় কোটি কোটি ডলারের সেই সোনা-রুপো। আমেরিকার আইন অনুসারে, এই ধরনের আবিষ্কার সাধারণত উদ্ধারকারী সংস্থা এবং প্রশাসনের মধ্যে ভাগ করে নেওয়া হয়। এই আবিষ্কারের উল্লেখযোগ্য জিনিসপত্র জাদুঘরের জন্য সংরক্ষিত করা হবে বলে জানা গিয়েছে। মুদ্রাগুলিকে তালিকাভুক্ত করার আগে সেগুলির সংরক্ষণের কাজ চলছে।