খাঁচায় বন্দি সিংহের কাছে নিয়ে যেতেই তারস্বরে চিৎকার করে কাঁদছে একটি নাবালক। তাতেও কোনও ভ্রুক্ষেপ নেই বাবার। ভীত ও আতঙ্কিত সন্তানের সুরক্ষার কথা না ভেবেই তাকে জোর করে সিংহের পিঠে চাপিয়ে দিলেন এক তরুণ। জোর করে পশুরাজের সঙ্গে ছবি তোলানোর চেষ্টা করে গেলেন তিনি। সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শিরদাঁড়ায় হিমেল স্রোত বইয়ে দেওয়ার মতো সেই ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রতিক্রিয়ার বন্যা বইয়ে দিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি কোথায় ও কবে তোলা হয়েছে সে বিষয়ে কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় যে দৃশ্য দেখা গিয়েছে তা শিউরে ওঠার মতোই। খাঁচার মধ্যে থাকা বনের পশুর কাছে নিয়ে গিয়ে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছেন ওই যুবক। তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছে চার –পাঁচ বছরের এক শিশু। সেই শিশুটিকে জোর করে কোলে তুলে বসে থাকা সিংহের কাঁধে চাপিয়ে তোলার চেষ্টা করছেন শিশুর বাবা। সিংহটি প্রথমে শান্ত ভাবেই বসে ছিল। একাধিক বার ছেলেকে সিংহের পিঠে বসানোর চেষ্টা করতে থাকেন তরুণ। শিশুটি ভয় পেয়ে উচ্চস্বরে কাঁদতে থাকে। বাবার কোল থেকে নেমে যাওয়ার চেষ্টা করে সে। তবুও তরুণ তাকে জোর করে হিংস্র পশুটির পিঠে বসানোর চেষ্টা করতে কসুর করেননি। উৎপাতে সিংহটি বিরক্ত হয়ে আক্রমণ করার চেষ্টা করতে হুঁশ ফেরে তরুণের। দ্রুত শিশুটিকে ধরে খাঁচা থেকে পালিয়ে যান তিনি। ভাগ্যক্রমে দু’জনেই অক্ষত অবস্থায় বেঁচে ফেরেন সিংহের ডেরা থেকে।
আরও পড়ুন:
ভিডিয়ো দেখে সমালোচনায় ফেটে পড়েছেন নেটাগরিকেরা। তরুণের আচরণ দেখে অনেকেই মনে করছেন সাক্ষাৎ মৃত্যুর মুখেও সন্তানকে কোনও বাবা ঠেলে ফেলে দিতে পারেন! তা এই ভিডিয়োয় তা প্রমাণিত। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ব্যাডপেরেন্টিং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে বহু নেটাগরিকই মনে করছেন ভিডিয়োর তরুণকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।