ডেলিভারি সংস্থার কর্মীর সঙ্গে রাস্তায় বিবাদে জড়িয়ে হাতে নাতে ফল পেলেন এক গাড়িচালক। ডেলিভারি সংস্থার কর্মীকে প্রথমে গাড়ি চালক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। তার পরই শুরু হয় হাতাহাতি। গাড়ি চালককে একের পর এক চড় মারতে থাকেন কর্মী। সেই ঘটনারই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি অনলাইনে বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ ডেলিভারি বয়কে উত্ত্যক্তকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রশংসা করছেন. আবার কেউ কেউ বলছেন যে মারধর কখনই সঠিক সমাধান নয়।ঘটনার সঠিক স্থান এবং সময় স্পষ্ট নয়। ভিডিয়োটি ৮ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল এবং ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যেমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
‘বিশালমালভি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্র্যাফিক জ্যামে আটকে পড়ে দুজনে তুমুল তর্কে জড়িয়ে পড়েছেন। হঠাৎ গাড়ি চালক ডেলিভারি কর্মীর বাইকটিকে ধাক্কা দেন। টাল সামলাতে না পেরে পড়ে যান তিনি। এর পরই শুরু হয় সংঘর্ষ। মাত্র ১২ সেকেন্ডের মধ্যে, ডেলিভারি কর্মী চালককে ২০টি চড় মারেন। অন্য গাড়িতে থাকা এক জন পথচারী পুরো ঘটনাটি রেকর্ড করেন এবং এমনকি প্রতিটি চড় গুনেও দেখান। আশ্চর্যজনকভাবে পাশ দিয়ে যাওয়া গাড়িগুলি থেকে নেমে কেউই এই লড়াই থামানোর চেষ্টা করেননি। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক জন লিখেছেন, “কখনও ডেলিভারি কর্মীর সঙ্গে ঝামেলা করবেন না।’’