Advertisement
E-Paper

হেলমেট নেই, জরিমানা এড়াতে মাথায় কড়াই চাপিয়ে বাইকসফর তরুণের! ভিডিয়ো ছড়াতে হাসির তুফান নেটপাড়ায়

ব্যস্ত রাস্তায় যানজটে আটকে রয়েছে একটি বাইক। বাইকচালকের মাথায় হেলমেট থাকলেও পিছনে বসা আরোহীর মাথা হেলমেটবিহীন। মাথা বাঁচাতে ওই তরুণ একটি উদ্ভট কাণ্ড করে বসলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৫:৪৮
pillion rider balancing a kitchen utensil instead of helmet

ছবি: সংগৃহীত।

ট্রাফিক আইন না মানার জন্য রাস্তাঘাটে অনেক সময় জরিমানা দিতে হয় কমবেশি সকলকে। এ বার ট্রাফিক আইনের হাত থেকে নিজেকে বাঁচাতে উদ্ভট এক কাণ্ড ঘটালেন এক বাইকআরোহী। বেঙ্গালুরুতে এক ব্যক্তি হেলমেট না পরার জরিমানা এড়াতে মাথা ঢাকলেন কড়াই দিয়ে! সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় যানজটে আটকে রয়েছে একটি বাইক। বাইকচালকের মাথায় হেলমেট থাকলেও পিছনে বসা আরোহীর মাথা হেলমেটবিহীন। মাথা বাঁচাতে ওই তরুণ একটি কড়া মাথায় চাপিয়ে রেখেছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়াতেই হাসির তুফান বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। মাথা বাঁচাতে কোনও রকমে অ্যালুমিনিয়ামের পাত্র মাথায় ধরে ভারসাম্য রাখার চেষ্টা করছেন। ভিডিয়োটি যেমন সমাজমাধ্যমে নজর কেড়েছিল ঠিক তেমনই রাস্তায় থাকা পথচারী ও গাড়ির চালকদেরও দৃষ্টি আকর্ষণ করে। রূপেনা আগ্রাহারা এলাকায় ক্যামেরাবন্দি হওয়া এই দৃশ্য ট্রাফিক পুলিশদের সমান ভাবে হতবাক করে দিয়েছিল। তবে মাথায় কড়াই চাপানো যাত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না তা জানা যায়নি।

শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও তাঁর এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে। মজার মজার মন্তব্যে উপচে পড়েছে মন্তব্য বিভাগটি। এক জন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘একটি কড়াই একটি অমলেট উল্টোতে পারে, খুলি বাঁচাতে পারে না।’’ দ্বিতীয় ব্যবহারকারীর মন্তব্য, ‘‘সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। কড়াইটিকে রান্নাঘরে বা আর যেখানেই রাখুন না কেন, মাথায় নয়।’’

Bengaluru Traffic Law
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy