কোলে কয়েক মাসের শিশু। তাকে নিয়েই প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে নিজের দায়িত্ব পালন করছেন এক তরুণী। গায়ে রেলপুলিশের পোশাক। ওই তরুণী একজন রেলপুলিশ। নয়াদিল্লি রেলস্টেশনে দাঁড়িয়ে যাত্রীর নিরাপত্তার কর্তব্যে অটল তরুণী। মহাকুম্ভের জন্য ট্রেনে ওঠার অপেক্ষায় থাকা বেশ কয়েক জনের প্রাণহানির ঘটনায় কয়েক ঘন্টা পরেই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এই রেলকর্মী নিজের চাকরিস্থলে হাজির হয়েছেন সন্তানকে নিয়ে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। এক হাতে লাঠি, অন্য হাতে জড়িয়ে রয়েছেন ঘুমন্ত শিশুটিকে। শক্তি, ভালোবাসা ও মাতৃত্বের সহাবস্থানের এক অপূর্ব দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োয়। সেই ভিডিয়োটি মন জয় করে নিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
‘আর্মড ফোর্স’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে, রেলপুলিশের পোশাক পরে লাঠি নিয়ে যাত্রীদের সচেতন করছেন ওই তরুণী রেলকর্মী। ট্রেনের একদম কাছে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সতর্ক করতে দেখা গিয়েছে তাঁকে। মায়ের কোলে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে সন্তান। একটি ব্যাগের মধ্যে রেখে তিনি সন্তানকে বুকে করে নিয়ে স্টেশনের নিরাপত্তা দেখভাল করে চলেছেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও একই সঙ্গে সন্তানের প্রতি মমতাকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকেরা। এক জন মন্তব্য করেছেন, ‘‘মা, অভিভাবক এবং যোদ্ধা।’’ ‘‘কর্তব্যরত অবস্থায়ও তাঁর সন্তানকে কাছছাড়া করতে চাননি একজন মা। মহিলারা এ ভাবেই সব কিছুর ভারসাম্য বজায় রাখতে পারেন।’’ লিখেছেন আর এক এক্স ব্যবহারকারী।
শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদদলিত হয়ে পাঁচ শিশু-সহ কমপক্ষে ১৮ জন নিহত এবং ১২ জনেরও বেশি আহত হন। প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার জন্য অপেক্ষারত যাত্রীদের হঠাৎ ভিড়ের কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।