Advertisement
E-Paper

পরনে জিন্‌স, খালি গা, বরফের উপর অদ্ভুত ভঙ্গিতে নাচছেন তরুণেরা, সঙ্গে হুঁকোয় টান! কাশ্মীরের ভিডিয়ো ছড়াতেই তীব্র নিন্দা

সোনমার্গের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যেই বেশ কয়েক জন যুবককে বরফঢাকা রাস্তায় নাচতে দেখা গিয়েছে। বক্স বাজিয়ে জোরে জোরে গান চালিয়েছেন তাঁরা। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে তিন-চার জন তরুণ খালি গায়ে গোল হয়ে ঘুরে ঘুরে অদ্ভুত ভঙ্গিতে নেচে চলেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৮:২৪
several youths can be seen dancing on a road in Sonmarg’s

ছবি: সংগৃহীত।

পরনে জিন্‌স। উর্ধ্বাঙ্গ খালি। তারস্বরে গান বাজছে। ভূস্বর্গের তুষারঢাকা পটভূমিতে বিসদৃশ দৃশ্য। সোনমার্গে একদল অর্ধনগ্ন তরুণ গানের সঙ্গে উদ্দাম ভঙ্গিতে নেচে চলেছেন। গাড়ির মাথায় চড়ে হুঁকোয় টানও দিচ্ছেন এক জন। পর্যটকভর্তি সোনমার্গের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটাগরিকেরা সমালোচনায় মুখর হয়েছেন। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সোনমার্গের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যেই বেশ কয়েক জন যুবককে বরফঢাকা রাস্তায় নাচতে দেখা গিয়েছে। বক্স বাজিয়ে জোরে জোরে গান চলছে। তিন-চার জন তরুণ খালি গায়ে গোল হয়ে ঘুরে ঘুরে অদ্ভুত ভঙ্গিতে নেচে চলেছেন। পর্যটকভর্তি ভূস্বর্গে এই ধরনের কাণ্ডকারখানায় তিতিবিরক্ত হয়ে যান অনেকেই। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বেরা নেটমাধ্যমে সরব হয়েছেন।

ভিডিয়োটি প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিৎ সিংহ ঢিল্লোঁ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। এই ঘটনার নিন্দা করে বলেছেন যে ভারতীয় সেনা এবং নাগরিকেরা কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করছেন। আর এই পর্যটকেরা সেই প্রচেষ্টাকে হাস্যকর করে তুলেছেন। ভিডিয়োটির ক্যাপশনে প্রাক্তন সেনা আধিকারিক লিখেছেন, ‘‘এই অভদ্র ও জঘন্য পর্যটকদের ছাড়া কাশ্মীর আরও সুন্দর।’’ রাজনীতিবিদ ইমরান রেজ়া আনসারিও এই আচরণের নিন্দা জানিয়ে একে ‘দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন কাশ্মীর সব সময়ই পর্যটকদের স্বাগত জানিয়েছে, কিন্তু মজার নামে গুন্ডামি সহ্য করা হবে না। ভিডিয়োটি দেখে বহু নেটাগরিকই তরুণ পর্যটকদের এই আচরণের তীব্র নিন্দা করেছেন।

Kashmir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy