Advertisement
E-Paper

২৫ জন আত্মীয়কে ডেকে স্বামীর উপর চড়াও স্ত্রী! মারধর শ্বশুর-শাশুড়িকেও, অবশেষে ঘর ছাড়লেন গয়না নিয়ে, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রেওয়ারির বাসিন্দা ওই যুবকের দাবি, তাঁর স্ত্রী এবং স্ত্রীর পরিবারের প্রায় ২৫ জন সদস্য তাঁদের বাড়িতে চড়াও হয়ে তাঁকে এবং তাঁর বাবা-মাকে মারধর করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৪:২২
Video claims Rewari woman invited 25 relatives and beat husband and created a scene, then leave with jewellery

ছবি: এক্স থেকে নেওয়া।

২৫ জন আত্মীয়কে ডেকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনকে বেধড়ক মার। মারধরের পর গয়না নিয়ে চলে গেলেন বাড়ি ছেড়ে! তেমনই অভিযোগ উঠেছে হরিয়ানার রেওয়ারির এক গৃহবধূর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তারও। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভি়ডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রেওয়ারির বাসিন্দা ওই যুবকের দাবি, তাঁর স্ত্রী এবং স্ত্রীর পরিবারের প্রায় ২৫ জন সদস্য তাঁদের বাড়িতে চড়াও হয়ে তাঁকে এবং তাঁর বাবা-মাকে মারধর করেছেন। মারধরের পর বাড়ির সমস্ত গয়না নিয়েও চলে গিয়েছেন স্ত্রী। পাশাপাশি যুবকের দাবি, যখন তাঁদের মারধর করা হচ্ছিল তখন পুলিশও উপস্থিত ছিল ঘটনাস্থলে। কিন্তু পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করেনি বলেই অভিযোগ তুলেছেন যুবক।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই যুবকের বাড়ির লন্ডভন্ড অবস্থা। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতেই স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাঁদের বাড়িতে হামলা করেন। মারধর করেন তাঁকে এবং তাঁর বাবা-মাকে। যুবকের দাবি, স্ত্রী তাঁর আত্মীয়দের বাড়িতে ডাকার পর দু’পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। শীঘ্রই বাগ্‌বিতণ্ডা হাতাহাতিতে পরিণত হয়। তাঁদের মারধরের পর স্ত্রী এবং শ্বশুরবাড়ির সদস্যেরা ঘরের জিনিসপত্র তছনছ করেছেন এবং গয়না নিয়ে পালিয়ে গিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘একামন্যায়’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘জানি না কে ঠিক, কে ভুল। তবে গয়না নিয়ে পালালে চুরির মামলা দায়ের করুন। তবে সেগুলি যদি যৌতুকের গয়না হয়, তা হলে চুপ থাকাই ভাল।” অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘আজকাল পুরুষদের জন্য বিয়ে খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। বিয়ে না করাই ভাল।”

Viral Video Haryana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy