Advertisement
E-Paper

‘মা নেই ওর, ওকে মারবেন না প্লিজ়’! স্কুলে গিয়ে কন্যার শিক্ষিকাকে সজল চোখে আর্তি বাবার, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোরক্ষপুরের স্কুলপড়ুয়া ওই বালিকাকে সম্প্রতি মারধর করেছিলেন এক শিক্ষিকা। সে কথা বাড়ি এসে বাবাকে জানিয়েছিল বালিকা। এ-ও জানিয়েছিল, স্কুলে যেতে ভয় করে তার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৭:৫২
Please dont punish her, Video claims man from Uttar Pradesh\\\\\\\'s emotional appeal to school teacher

কন্য়াকে নিয়ে কান্না বাবার। ছবি: এক্স থেকে নেওয়া।

স্কুলের শিক্ষিকা মারধর করেন। স্কুল যেতে ভয় করে তার। বাবাকে এসে জানিয়েছিল স্কুলপড়ুয়া কন্যা। মেয়ের কথা শুনে স্কুলেই পৌঁছে গেলেন ওই যুবক। কাঁদতে কাঁদতে শিক্ষিকাকে আর্জি জানিয়ে এলেন মেয়েকে মারধর না করার। আবেগঘন তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের। ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোরক্ষপুরের স্কুলপড়ুয়া ওই বালিকাকে সম্প্রতি মারধর করেছিলেন এক শিক্ষিকা। সে কথা বাড়ি এসে বাবাকে জানিয়েছিল বালিকা। এ-ও জানিয়েছিল, স্কুলে যেতে ভয় করে তার। এর পরেই কন্যার স্কুলে পৌঁছে যান পিতা। তবে ঝামেলা করার পরিবর্তে ওই শিক্ষিকার কাছে কেঁদে ফেলেন তিনি। মেয়েকে মারধর না করার আর্জি জানান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শ্রেণিকক্ষে মেয়ের পাশে বসে রয়েছেন এক যুবক। তাঁর চোখে জল। কাঁদছেন হাউ হাউ করে। কাঁদতেই কাঁদতেই শিক্ষিকার কাছে আর্জি জানাচ্ছেন কন্যাকে না মারার। যুবককে হাত জোড় করে আর্জি করতে শোনা যায়, ‘‘ম্যাডাম, দয়া করে ওকে মারবেন না। আমি ওকে একা মা ছাড়া বড় করেছি। সহ্য করতে পারি না ওর কষ্ট।’’ যুবকের দাবি, তিনি চান তাঁর মেয়ে নির্ভীক হয়ে পড়াশোনা করুক। পড়াশোনার নাম শুনে সে যেন ভয় না পায়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মেঘ আপডেটস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। স্কুলপড়ুয়া বালিকাকে মারধর করার জন্য অনেকে ওই শিক্ষিকার নিন্দাতেও সরব হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যদি কোনও শিক্ষিকা আমার মেয়ের উপর হাত তুলতেন, তা হলে আমি তাঁকে ৭ বার নরকদর্শন করাতাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সন্তানের প্রতি বিশুদ্ধ ভালবাসা। যুবককে কুর্নিশ। তবে দোষী প্রমাণিত হলে স্কুলের শিক্ষিকাকে বরখাস্ত করা উচিত।’’

Viral Video Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy