Advertisement
E-Paper

স্পিডবোটে প্রবল দুলুনি, কাত হতেই পড়ে গেলেন সাঁতার না জানা তরুণ! বাঁচাতে জলে ঝাঁপালেন বন্ধুও, তার পর...

দুই বন্ধু একটি জলাশয়ে স্পিডবোট চেপে ঘুরতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন। বোটটি চলন্ত অবস্থাতেই দুর্ঘটনার সম্মুখীন হয়। এক তরুণ জলে পড়ে যান আচমকাই। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:০৮
young man jumps to save his friend from a speeding boat

ছবি: সংগৃহীত।

প্রবল জোরে ছুটছে স্পিডবোট। ঢেউয়ের কারণে বিপজ্জনক ভাবে দুলছিল জলযানটি। ঢেউয়ের ধাক্কায় হঠাৎ করেই ঘটে যায় দুর্ঘটনা। বোটটি কাত হয়ে যেতেই জলে পড়ে যান এক তরুণ। বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনও বিপন্ন করে ফেলেন বোটে থাকা তরুণ। সেই ভয় ধরানো ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই বন্ধু একটি জলাশয়ে স্পিডবোট চেপে ঘুরতে বেরিয়েছেন। গতির দরুন বোটটি প্রবল ভাবে দুলতে শুরু করে। নৌকাটি হঠাৎ করে কাত হয়ে যাওয়ায় কিনারায় বসা এক অল্পবয়সি তরুণ টাল সামলাতে পারেননি। আচমকাই জলে পড়ে যান তিনি। সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তিনি সাঁতার কাটতে জানতেন না। বন্ধু জলে পড়ে যেতেই অগ্রপশ্চাৎ কিছু না ভেবে বোটে থাকা অপর তরুণ জলে ঝাঁপ দেন। সাঁতার কেটে তাঁর বন্ধুর কাছে পৌঁছে যান। বন্ধুকে উদ্ধার করে তাঁকে নৌকায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন দ্বিতীয় তরুণ। কিছু ক্ষণ পরে, স্পিডবোটটি পিছনে ফিরে দুই তরুণের কাছে আসে। দুই তরুণ নৌকায় ওঠেন। এখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ইন্ডিয়াকেমিমস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে বন্ধুর প্রতি ভালবাসা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভ্রাতৃত্ববোধ দীর্ঘজীবী হোক।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy