Advertisement
E-Paper

স্বামী, সন্তান, নাতিদের ফেলে বয়সে ছোট প্রেমিকের সঙ্গে পালালেন বধূ, নিয়ে গেলেন টাকা ও পুত্রবধূর গয়নাও!

আড়াই বছর আগে মধ্যপ্রদেশের ভিন্দে ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন মৌরানিপুরের সায়াওয়ারি গ্রামের বাসিন্দা সুখবতী। সেই সময় তাঁর দেখা হয় বিহুনি গ্রামের বাসিন্দা অমর সিংহ প্রজাপতির সঙ্গে। ইটভাটায় কাজ করার সময় দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক দানা বেঁধে ওঠে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৪:৪৫
A woman eloped with her 35-year-old lover in Uttar Pradesh’s Jhansi

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

পরিবারে রয়েছে স্বামী, দুই সন্তান, পুত্রবধূ ও দুই নাতি। ভরা সংসার ছেড়ে ৪০ বছরের বধূ পালিয়ে গেলেন প্রেমিকের সঙ্গে। সঙ্গে নিয়ে গেলেন ৪০ হাজার টাকা ও পুত্রবধূর সোনার অলঙ্কারও। উত্তরপ্রদেশের ঝাঁসির মৌরানিপুরের সায়াওয়ারি গ্রামের বাসিন্দা সুখবতী। তাঁর প্রেমিক অমর সিংহের সঙ্গে যুক্তি করে গ্রাম ছেড়ে পালান তিনি। সুখবতীর প্রেমিক তাঁর থেকে প্রায় পাঁচ বছরের ছোট। পুলিশে অভিযোগ দায়ের করেছেন সুখবতীর স্বামী কামতা প্রসাদ।

সংবাদমাধ্যমে কামতা জানান, আড়াই বছর আগে তাঁর স্ত্রী মধ্যপ্রদেশের ভিন্দে ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন। সেই সময় তাঁর দেখা হয় বিহুনি গ্রামের বাসিন্দা অমর সিংহ প্রজাপতির সঙ্গে। ইটভাটায় কাজ করার সময় দু’জনের মধ্যে প্রেম জমে ওঠে। কামতা প্রসাদ যখন তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন, তখন তিনি স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনেন। বাড়ি ফিরে এসেও লুকিয়ে-চুরিয়ে দু’জনে দেখা করেন ও সম্পর্ক বজায় রাখেন। বারণ করা সত্ত্বেও কামতা তাঁকে ফোনে কথা বলার সময় ধরে ফেলেন। এমনকি পুত্রবধূরাও তাঁকে অনেক বার প্রেমিক অমরের সঙ্গে কথা বলতে দেখেছেন।

সম্প্রতি, কামতা যখন তাঁর ছেলের চিকিৎসার জন্য ঝাঁসি গিয়েছিলেন, তখন সুখবতী সুযোগটি কাজে লাগান। পুত্রবধূর গয়না, নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র বাড়ি থেকে চুরি করে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ছেলে এবং নাতি-নাতনি থাকা সত্ত্বেও, তাঁর স্ত্রীর এই বয়সেও প্রেমের সম্পর্ককে মেনে নিতে পারছেন না কামতা। তিনি পুলিশে অভিযোগ করে স্ত্রীর কঠোর শাস্তির দাবি তুলেছেন।

Extra Marital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy