Advertisement
E-Paper

হোটেলের ঘরে অদ্ভুত দুর্গন্ধ, উৎস খুঁজতে গিয়ে খাটের তলায় উঁকি দিয়ে চিৎকার করে উঠলেন তরুণী!

সারা দিন ভ্রমণের পর সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাইল্যান্ডের তরুণী হোটেলের ঘরে ফিরে আসেন।তিনি যে হোটেলটি বুক করেছিলেন সেটি জাপানের একটি নামী হোটেল চেনের অন্তর্গত। ঘরে ফিরেই তিনি টের পান তাঁর খাটের নীচ থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৩:৩৫
woman from Thailand found a mysterious man under her bed

ছবি: সংগৃহীত।

সুরক্ষিত ও নিরাপদ দেশ হিসাবে জাপানের সুখ্যাতি বিশ্বজো়ড়া। ‘সোলো ট্রিপে’ জাপান বেড়াতে এসেছিলেন তাইল্যান্ডের তরুণী। বেড়াতে আসার দ্বিতীয় দিনে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। জাপান ভ্রমণের দ্বিতীয় দিনে নাতালি তাকসিসি নামের এক তরুণী তাঁর হোটেলের ঘরে কী কী ঘটেছিল সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামের ভিডিয়োয়। সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, নিরাপদ ভেবে জাপানে একা একা ঘুরতে এসেছিলেন তিনি। সেই ভ্রমণ যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভাবতেই পারছেন না। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

তিনি জাপানে একা ভ্রমণে এসেছিলেন কারণ তিনি মনে করেছিলেন এটি মহিলাদের জন্য একটি নিরাপদ স্থান। সারা দিন ভ্রমণের পর সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি হোটেলের ঘরে ফিরে আসেন। তিনি যে হোটেলটি বুক করেছিলেন সেটি জাপানের একটি নামী হোটেল চেনের অন্তর্গত। ঘরে ফিরেই তিনি টের পান তাঁর খাটের নীচ থেকে একটা দুর্গন্ধ বেরিয়ে আসছে। উঁকি মেরে দেখতেই ভয়ে আঁতকে ওঠেন তিনি। দেখেন এক জোড়া জ্বলজ্বলে চোখ তাকিয়ে রয়েছে তাঁর দিকে। ভয়ে চিৎকার করে উঠতেই খাটের তলা থেকে লাফ দিয়ে বেরিয়ে আসেন এক ব্যক্তি। খাটের উপর উঠে ওই ব্যক্তি তরুণীর দিকে স্থির দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে ছিলেন বলে জানান তরুণী।

হতভম্ব ভাব কাটিয়ে উঠে জোরে জোরে চিৎকার করে তিনি হোটেলের কর্মীদের ডাকতে থাকেন। এই ফাঁকে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘর থেকে পালিয়ে যান। হোটেলের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁর কামরায় তল্লাশি চালান। খাটের নীচ থেকে একটি পাওয়ার ব্যাঙ্ক ও ইউএসবি কেব্‌ল উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর তাকাসিসি ভয় পেয়ে যান এবং তক্ষুনি হোটেলের বুকিং বাতিল করে অন্য হোটেলে চলে যান। হোটেলের কাছে ক্ষতিপূরণ চাইলে, হোটেলকর্মীরা তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ তাকাসিসির।

Japan Solo Travel thailand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy