Advertisement
০২ মে ২০২৪
Astronaut

উড়ন্ত কাপে কফি ঢাললেন মহাকাশচারী, চুমুক দিয়েও খেতে পারলেন না! কেন?

কী ভাবে সেই কাপ থেকে কফি খান মহাকাশচারীরা? তার একটি নমুনা দেখিয়েছেন এক ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইসার এক মহিলা মহাকাশচারী। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

ছবি: এক্স (সাবেক টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ১৮:৪১
Share: Save:

মহাকাশচারীরা মহাকাশে পান করেন কী ভাবে? চা, কফি কিংবা জল পাত্র থেকে তাঁদের মুখে প্রবেশ করে কী ভাবে?

সাধারণত মহাকাশে মাধ্যাকর্ষণ শূন্য ক্ষেত্রে থাকেন তাঁরা। ফলে অনেক সময় মহকাশচারীরাই ভেসে বেড়ান মহাকাশ স্টেশনে। জল বা যেকোনও খাবারেরও একই নিয়মে ভেসে বেড়ানোর কথা।

কঠিন পদার্থকে তবু হাতের মুঠোয় ধরা যায়। কিন্তু উড়ন্ত চা-কফি-জলের বিন্দু মুঠোয় ধরবেন কী ভাবে?

মহাকাশে মহাকাশচারীদের এই সমস্যার অবশ্য সমাধান আছে। তাঁদের জন্য রয়েছে এক বিশেষ ধরনের কাপ। সেই কাপ থেকে জল বা কফি উড়ে বাইরে বেরিয়ে যায় না।

কী ভাবে সেই কাপ থেকে কফি খান মহাকাশচারীরা? তার একটি নমুনা দেখিয়েছেন এক ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইসার এক মহিলা মহাকাশচারী। তাঁর নাম সামান্থা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক কফি দিবসে ভিডিয়োটি প্রকাশ করে ইসা লিখেছে, আপনারা নিজেদের কফি কী ভাবে খেতে পছন্দ করেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astronaut
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE