গন্তব্যে যাওয়ার জন্য মাঝরাস্তা থেকে অটো ভাড়া করেছিলেন দুই বিদেশিনি। তাঁরা অটোয় চেপে বসতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন চালক। দুই সুন্দরী বিদেশিনি যে তাঁর অটোয় সওয়ার হয়েছেন, সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বন্ধুকে ভিডিয়ো কল করে ফেললেন তিনি। তার পর ফোনের ক্যামেরা বিদেশিনিদের দিকে ঘুরিয়ে দিলেন অটোচালক। তিনি যে সত্যি কথা বলছেন, তার প্রমাণ দিতে বন্ধুকে বিদেশিনিদের ‘দর্শন’ দিলেন তিনি। অটোচালকের এই কাণ্ড দেখে বিরক্ত হয়ে পড়েন দুই তরুণী। বারংবার বারণ করা সত্ত্বেও তাঁদের কথা শুনলেন না অটোর চালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভেজকেসেনিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণী যাত্রী অটোয় উঠেছেন দেখে আনন্দে একেবারে গদগদ হয়ে পড়েছেন অটোচালক। কারণ, দুই তরুণীই বিদেশিনি। আনন্দ ধরে রাখতে না পেরে এক বন্ধুকে ভিডিয়ো কল করে বসলেন তিনি। হাসিমুখে বন্ধুকে জানালেন যে, দুই বিদেশিনি তাঁর অটোয় উঠেছেন। প্রমাণ দেওয়ার জন্য ফোনের ক্যামেরা কায়দা করে সরিয়ে বন্ধুকে বিদেশিনিদের এক ঝলক ‘দর্শন’ও করিয়ে দিলেন। এই ঘটনাটি দিল্লিতে ঘটেছে বলে জানা গিয়েছে।
অটোয় বসে থাকা অবস্থায় ভিডিয়ো তুলছিলেন এক তরুণী। অটোচালকের এই আচরণও ক্যামেরাবন্দি করেন তিনি। তরুণীর দাবি, তিনি বার বার অটোচালককে ভিডিয়ো কল কেটে দেওয়ার অনুরোধ করছিলেন। কিন্তু অটোচালক নাকি তাঁর কোনও কথাই বুঝতে পারছিলেন না। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বিতর্কের ঝড় বয়ে যায় নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘রাস্তায় বেরোলেই মহিলাদের সব সময় সতর্ক থাকতে হয়। মহিলাদের নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠে যায়। অটোচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা উচিত ছিল তরুণীদের।’’