বয়সের গণ্ডি ষাট বছর পেরিয়ে গিয়েছে। তবুও আনন্দ কি ধরে রাখা যায়? ছেলের বিয়ে বলে কথা! তরুণ-তরুণীদের অনুরোধে মঞ্চে উঠে নাচ করে অতিথিদের চমকে দিলেন বলিউডের প্রখ্যাত ছবিনির্মাতা আশুতোষ গোয়ারিকর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ইনস্ট্যান্টবলিউড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চে উঠে নিজের পরিচালিত ছবির গানেই নাচ করছেন আশুতোষ। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে আমির খান অভিনীত ‘লগান’ ছবির গান ‘ও মিতওয়া’। সেই গানের তালে তাল মিলিয়ে নাচ করলেন পরিচালক। বলিপাড়ার কোনও অনুষ্ঠানের মঞ্চ নয়, তাঁর পুত্র কোনার্ক গোয়ারিকরের বিয়ে উপলক্ষে সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই নাচ করতে দেখা গেল আশুতোষকে।
প্রথমে দর্শকাসনের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তার পর কয়েক জন তরুণ-তরুণী মিলে তাঁর হাত ধরে টেনে মঞ্চে নিয়ে যান। ‘লগান’ ছবির ‘ও মিতওয়া’ গানটি বেজে চলেছিল ব্যাকগ্রাউন্ডে। মঞ্চে উঠে সেই গানের সঙ্গে নেচেই অতিথিদের চমকে দিলেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অবাক হয়ে যান নেটাগরিকদের একাংশ। আশুতোষ যে এত ভাল নাচ করতে পারেন তা দেখে পরিচালকের প্রশংসাও করেছেন অনেকে। বস্টনের একটি কলেজ থেকে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করে স্নাতক হন কোনার্ক। বর্তমানে আশুতোষের সহকারী হিসাবে কাজ করছেন তিনি। এক ব্যবসায়ীর কন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।
আরও পড়ুন:
‘লগান’, ‘স্বদেশ’, ‘জোধা আকবর’-এর মতো জনপ্রিয় হিন্দি ছবি পরিচালনা করে জনপ্রিয় হয়ে উঠেছেন আশুতোষ। ২০১৯ সালে প্রেক্ষাগৃহে তাঁর পরিচালনায় মুক্তি পায় ‘পাণিপথ’। অর্জুন কপূর, সঞ্জয় দত্ত এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবি যদিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তার পর অবশ্য এখনও পর্যন্ত কোনও ছবি পরিচালনা করতে দেখা যায়নি আশুতোষকে।