মঞ্চের মাঝে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর ঘাড়ে চেপে রয়েছেন বর। বরের দুই পা আবার কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নববধূ। পরনে সাদা গাউন তাঁর। তাঁদের তিন জনকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন অতিথিরা। বিয়েবাড়িতে নিমন্ত্রিত অতিথিদের নিজেদের পারদর্শিতা দেখাতে ‘হেলিকপ্টার ডান্স’ করতে শুরু করলেন নবদম্পতি। কিন্তু বেশি ক্ষণ পারফর্ম করতে পারলেন না তাঁরা। অতিথিদের সামনে মঞ্চেই ধপাস করে পড়ে গেলেন নবদম্পতি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘এবিসিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি এক জন তরুণকে নিজের ঘাড়ে বসিয়েছেন এবং তাঁর সামনে সাদা গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তরুণের পা কাঁধে চাপিয়ে রয়েছেন তিনি। এই অবস্থায় মাঝের ব্যক্তিটি পাক খেতে শুরু করলেন। গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে মাটি ছেড়ে হাওয়ায় ভেসে উঠলেন ওই তরুণ-তরুণী। যেন মাথার উপর হেলিকপ্টারের পাখা বনবন করে ঘুরছে।
কিছু ক্ষণ সে ভাবে ঘোরার পর মঞ্চে আছড়ে পড়ে গেলেন তিন জনেই। মেক্সিকোর গুয়াডালাজারা এলাকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে। নিমন্ত্রিত অতিথিদের নিজেদের পারদর্শিতা দেখাতে ‘হেলিকপ্টার ডান্স’ নামের এক বিশেষ ধরনের নাচ প্রদর্শন করেছিলেন নবদম্পতি। কিন্তু হেলিকপ্টারের পাখার মতো ঘুরতে গিয়ে বিপদে পড়েন তাঁরা। মঞ্চেই পড়ে যান সকলে। তার পর অতিথিরা তাঁদের মঞ্চ থেকে উঠিয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে এই ঘটনায় কেউ আহত হননি।