Advertisement
০৫ মে ২০২৪
Brain Teaser

‘শিং নেই তবু নাম তার সিংহ’! কিছুটা এমনই বক্তব্য এই ধাঁধার, দেখুন তো জবাব দিতে পারেন কি না

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ২০:১৫
Share: Save:

আছি কিন্তু নেই। ধাঁধার বক্তব্য খানিকটা সেই রকমই এবং যথেষ্ট গুলিয়ে দেওয়াও। সমাজ মাধ্যমে এই ধাঁধা পোস্ট হওয়ার পর থেকেই ভাইরাল হয়েছে পোস্ট।

কী জানতে চাওয়া হয়েছে ধাঁধায়? এই ধাঁধার পুরোটা জুড়েই রয়েছে পরষ্পর বিরোধিতা। বিভিন্ন পরষ্পরবিরোধী বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিয়ে জানতে চাওয়া হয়েছে ইনি কে?

ধাঁধার প্রশ্নটি হল এইরকম— আমি জীবিত নই কিন্তু আমি আকারে বড় হই, আমার ফুসফুস নেই তবু আমার হাওয়া বা অক্সিজেন প্রয়োজন, আমার মুখ নেই তা ও জল খেলে আমি শেষ হয়ে যাই। আমি কে?

জবাব কি আপনি দিতে পারলেন? পারলেন না?

সমাজ মাধ্যমে অনেকেই এই প্রশ্নের জবাব দিয়েছে — আগুন।

আগুন জীবিত নয় কিন্তু আকারে বাড়তে পারে। ফুসফুস নেই ঠিকই। কিন্তু হাওয়ায় আগুন বাড়ে, অক্সিজেনেও।

আর এ তো সবাই জানে যে জল আগুনকে নিভিয়ে দিতে পারে।

কিন্তু এ তো সমাজমাধ্যমের উত্তর। আপনার কি অন্য কিছু মনে হয়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brain Teaser
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE