বাড়ি থেকে বাইকে চেপে দোকানের উদ্দেশে রওনা দিয়েছিলেন গয়নাবিক্রেতা। তাঁর সঙ্গে ছিল প্রচুর সোনাও। মাঝরাস্তায় তলোয়ার নিয়ে গয়নাবিক্রেতাকে ধাওয়া করে লক্ষ লক্ষ টাকার সোনা চুরি করে পালালেন তরুণের দল। আহত অবস্থায় সেই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আকাশদীপ থিন্ডে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাইক চালিয়ে ব্যস্ত রাস্তা ছেড়ে গলিতে বাঁক নিচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ পিছন থেকে একটি গাড়ি এসে বাইকটিকে ধাক্কা দেয়। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যান ওই ব্যক্তি। তলোয়ার হাতে গাড়ি থেকে নেমে পড়েন তরুণের দল। তাঁদের দেখে বাইক ফেলে দৌড়ে পালাতে শুরু করেন ওই ব্যক্তি। তরুণেরাও তাঁর পিছনে তলোয়ার হাতে ধাওয়া করেন।
পথচারীরা পুরো ঘটনাটি দেখে কিছু বুঝতে না পেরে সেখানেই ভিড় জমিয়ে ফেলেন। সম্প্রতি এই ঘটনাটি পঞ্জাবের অমৃতসরে ঘটেছে। বাইকচালকের নাম মুখতিয়ার সিংহ। অন্তর্যামী কলোনি এলাকার বাসিন্দা তিনি। গয়নার দোকান রয়েছে তাঁর। বাড়ি থেকে বাইক চালিয়ে দোকানের দিকেই যাচ্ছিলেন তিনি। হঠাৎ মাঝরাস্তায় তাঁর উপর আক্রমণ করেন তরুণের দল।
ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মুখতিয়ারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মূল্যের ৪২৫ গ্রাম ওজনের সোনা নিয়ে পালিয়ে যান তাঁরা। আহত অবস্থায় মুখতিয়ারকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর, এক মাস ধরেই ফোনে হুমকি দেওয়া হচ্ছিল মুখতিয়ারকে। তাঁর কাছে প্রচুর টাকাও চাওয়া হয়েছিল বলে দাবি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও বিষয়টি তেমন আমল দেননি গয়নাবিক্রেতা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতারির জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।