সাদা চকোলেট ভেবে আতশবাজি খেয়ে ফেললেন এক তরুণী! আর তাতেই ঘটল দুর্ঘটনা। মুখের ভিতরেই ফাটল বাজি। বিস্ফোরণের ফলে মুখে তৈরি হয়েছে গভীর ক্ষত। আতশবাজির প্যাকেটটি চকোলেটের মতো মোড়কে রাখা ছিল। সেই বিভ্রান্তি থেকেই ওই তরুণী সেটি খেয়ে ফেলেন।অপ্রত্যাশিত ভাবে বিস্ফোরণ ঘটে মুখের মধ্যেই। ঘটনাটি ঘটেছে চিনের সিচুয়ান প্রদেশে।
আরও পড়ুন:
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদেন অনুসারে, উ নামের এক তরুণী নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সমাজমাধ্যমে। ‘শুয়াং পাও’ নামে পরিচিত একটি নির্দিষ্ট ধরনের আতশবাজির মোড়কের সঙ্গে দুধের তৈরি সাদা চকোলেটের খুব মিল। সেই সাদৃশ্যের কারণে তিনি চকোলেট খেতে গিয়ে আতশবাজিটি মুখে পুরে ফেলেন। বিশেষ এই বাজিটি পোড়ানোর জন্য আগুনের প্রয়োজন হয় না। সামান্য চাপ পড়লেই তা ফেটে যায়। উঁচু থেকে ফেলে দিলে বা পায়ের চাপ পড়লে জোর শব্দ করে বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন:
৫ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে উ জানান, আতশবাজিটি তাঁর ছোট ভাই বাড়িতে এনেছিল। সেই সময় তিনি আলো নিবিয়ে টিভি দেখছিলেন। অন্ধকারে বাজিকে চকোলেট ভেবে মোড়ক খুলে তা মুখে দেন। সঙ্গে সঙ্গে মুখে আঘাত পান। মুখে বারুদের গন্ধ পান তিনি। বিস্ফোরণে মুখের ভিতর সম্ভবত অসাড় হয়ে গিয়েছিল। কারণ বিস্ফোরণ হওয়া সত্ত্বেও খাওয়া বা দাঁত ব্রাশ করার সময় তিনি কোনও অস্বস্তি অনুভব করেননি বলে জানান উ।