রোগীর দেখাশোনা করার জন্য হাসপাতালে কর্মরত ছিলেন এক সেবাকর্মী। কাজের ফাঁকেই হাসপাতালের নার্সদের ক্রমাগত কুপ্রস্তাব দিচ্ছিলেন তিনি। অশালীন মন্তব্য করে দেখাচ্ছিলেন টাকার লোভও। সহকর্মীরা এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন জানতে পেরে তরুণ সেবাকর্মীকে মারধর করতে শুরু করলেন হাসপাতালের অন্য এক নার্স। মারধর খেয়ে সকলের সামনে হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা করলেন সেবাকর্মী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি উত্তরাখণ্ডের দেহরাদূনের একটি হাসপাতালে ঘটেছে। হাসপাতালের নার্সদের অভিযোগ, একই হাসপাতালে কর্মরত এক সেবাকর্মী ক্রমাগত তাঁদের উদ্দেশে অশালীন মন্তব্য করছিলেন। তাঁকে উপযুক্ত শাস্তি দিতে হাসপাতালের এক নার্স সেই সেবাকর্মীকে সকলের সামনে চড় মারতে শুরু করেন। পাশে দাঁড়িয়ে থাকা এক জন নার্স বলে ওঠেন, ‘‘ও আমায় ৫ হাজার থেকে ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছিল। তার পর বলছিল ওর সঙ্গে যেতে।’’
আরও পড়ুন:
আবার অন্য এক জন নার্স প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন, ‘‘আমরা হাসপাতালে কাজ করতে আসি। আর এখানে এসে আমাদের হেনস্থার শিকার হতে হয়।’’ হাসপাতালের নার্সেরা সেই সেবাকর্মীকে ঘিরে ধরেন। মার খেয়ে সকলের সামনে হাতজোড় করে ক্ষমা চান সেবাকর্মী। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার লিখেছেন, ‘‘সেবাকর্মীকে মারধর করে ঠিক কাজ করেছেন। আরও কঠিন পদক্ষেপ করা প্রয়োজন।’’