বেড়াতারের ভিতর ঘোরাফেরা করছিল দাঁতাল। কিন্তু ঘেরা জায়গায় বেশি ক্ষণ থাকতে কি আর ভাল লাগে? তাই কোনও বাঁধন না মেনে লোহার বেড়া পিষে বাইরে বেরিয়ে গেল একটি বিশাল হাতি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘স্যানওয়াইনল্ড_স্যানচুয়ারি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিশাল দাঁতাল লোহার বেড়ার সামনে দাঁড়িয়ে অনবরত শুঁড় দিয়ে চাপ দিয়ে যাচ্ছে। তার পর সেই বেড়াতার পিষে বাইরে বেরিয়ে গেল হাতিটি। শুঁড় দুলিয়ে জঙ্গলের দিকে হেঁটে চলল সে।
জানা গিয়েছে, হাতির বেড়া পিষে বেরিয়ে যাওয়ার এই ঘটনাটি দক্ষিণ আফ্রিকার স্যানওয়াইল্ড অভয়ারণ্যে ঘটেছে। তবে হাতিটি দক্ষিণ আফ্রিকার সেই অভয়ারণ্যের ভিতরেই ছিল। লোকালয়ে ঢুকে পড়েনি। হাতিটির নাম মুলাতো বলে জানা গিয়েছে। বিশাল দাঁতালের এই ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘হাতি তার শক্তি প্রদর্শন করছে যেন। কোনও বাঁধন মানতে চাইছে না সে।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘এমন কাণ্ড আমার সামনে ঘটলে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলতাম।’’