—প্রতীকী ছবি।
দিনের পর দিন কর্মীরা অসুস্থতার জন্য ছুটি নিচ্ছেন। সত্যিই তাঁরা অসুস্থ, না কি অসুস্থতার নামে ছুটি নিয়ে অফিসের কাজে ফাঁকি মারছেন, তা খতিয়ে দেখতেই কর্মীদের বাড়িতে হাজির হচ্ছেন ইলন মাস্কের টেসলার ম্যানেজার। রেডিটে সেই কথাই জানিয়েছেন সংস্থার কয়েক জন কর্মী। টেসলা সংস্থার এক কর্মী রেডিটে লিখেছেন, ‘‘ঋতুস্রাবের জন্য অসহ্য যন্ত্রণা হচ্ছিল আমার। অসুস্থতার জন্য অফিস থেকে সেই কারণে ছুটি চেয়েছিলাম। আমার ম্যানেজার আমায় ফোন করে অনুরোধ করেছিলেন যে, আমি যেন আমার ছুটির দিন পরিবর্তন করি। অফিসে কাজের প্রচুর চাপ। আমায় ওই যন্ত্রণার মধ্যেও কাজ করতে বলেছিলেন তিনি।’’ আবার এক কর্মী লিখেছেন, ‘‘অফিস যাওয়ার সময় আমি দুর্ঘটনার কবলে পড়ি। হাসপাতালে যেতে হয়েছিল আমায়। আমার ম্যানেজার সেই মুহূর্তে বলেছিলেন যে, অফিসে গিয়ে কাজ করে দিতে।’’
আবার টেসলায় কর্মরত এক তরুণী জানিয়েছেন, অসুস্থতার জন্য ছুটি নিয়ে বাড়িতে বিশ্রাম করছিলেন তিনি। তাঁকে না জানিয়ে হঠাৎ তাঁর বাড়িতে চলে গিয়েছিলেন ম্যানেজার। তিনি লিখেছেন, ‘‘আমার ১০২ জ্বর এসেছিল। আমার ম্যানেজার বলেছিলেন যে, আমি শরীর খারাপের নাটক করছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy