Advertisement
E-Paper

প্রাক্তন প্রেমিকই সৎভাই! শহর জুড়ে একাধিক ভাই-বোন, ডিএনএ পরীক্ষা করে বাবার পরিচয় জেনে হতবাক তরুণী

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সf ভিক্টোরিয়া জানান, তিনি বিবাহিত ও দুই সন্তানের মা। ২০২০ সালে একটি অসুস্থতার কারণ জানতে বাড়িতে ডিএনএ কিট ব্যবহার করেন তিনি। রিপোর্ট আসার পর তাঁর মাথায় বাজ পড়ার অবস্থা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ০৭:৫৬
young woman shocked to learn father\\\\\\\\\\\\\\\'s identity after DNA test

ছবি: সংগৃহীত।

জীবনের একটি সত্য উদ্‌ঘাটন করতে গিয়ে প্রকাশ্যে এল আরও একটি মর্মান্তিক সত্য। সেই অভাবনীয় ঘটনার পর পাল্টে গেল পারিবারিক ও ভালবাসার সম্পর্কগুলির নামও। রোগের চিকিৎসা করাতে গিয়ে ভিক্টোরিয়া হিল নামের এক তরুণীর কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তাঁর জন্মবৃত্তান্ত। সেই সত্যিটা জানার পর তাঁর মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কারণ তিনি জানতে পেরেছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক আসলে তাঁর সৎভাই। এত দিন যাঁকে বাবা বলে জানতেন তিনি তাঁর জন্মদাতা পিতাই নন!

ডেলি মেলকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সি ভিক্টোরিয়া জানান, তিনি বিবাহিত ও দুই সন্তানের মা। ২০২০ সালে একটি অসুস্থতার কারণ জানতে বাড়িতে ডিএনএ কিট ব্যবহার করেন। রিপোর্ট আসার পর তিনি জানতে পারেন তাঁর আসল বাবা তাঁর মায়ের প্রজনন চিকিৎসক এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বার্টন ক্যাল্ডওয়েল। তিনি ভিক্টোরিয়ার মায়ের অজান্তেই নিজের শুক্রাণু দিয়ে তাঁকে অন্তঃসত্ত্বা করেছিলেন। শুধু ভিক্টোরিয়ার মা নন, অন্য মহিলাদের সঙ্গেও এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। ফলস্বরূপ ভিক্টোরিয়ার এমন কয়েক ডজন সৎভাই-বোনের সন্ধান পান যাঁদের তিনি কখনও দেখেননি।

আরও একটি মর্মান্তিক সত্য তাঁর সামনে এসে দাঁড়ায়। ভিক্টোরিয়ার প্রাক্তন প্রেমিক জন রবার্ট (নাম পরিবর্তিত) বার্টন ক্যাল্ডওয়েলের ক্লিনিকেই জন্ম নেন। কারণ প্রাক্তন প্রেমিকের মা ক্যাল্ডওয়েলের ক্লিনিকেই চিকিৎসাধীন ছিলেন। ভিক্টোরিয়ার রহস্যময় সৎভাই-বোনদের মধ্যে তিনিও এক জন। কিশোর বয়সে, দক্ষিণ কানেকটিকাটে বাস করার সময় তাঁরা দু’জনে প্রায় এক বছর ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। পরে তাঁদের দু’জনের পথ আলাদা হয়ে যায়। ভিক্টোরিয়ার মা, মারালি সেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করছেন। ভিক্টোরিয়া জানতে পারেন যে, একই এলাকার অনেক পরিবারই ক্যাল্ডওয়েল ক্লিনিকে প্রজননের চিকিৎসা করাতে গিয়েছিলেন। ভিক্টোরিয়া শেষ পর্যন্ত আবিষ্কার করেন, তিনি কমপক্ষে তাঁর চার সৎভাই-বোনের সঙ্গে স্কুলে পড়াশোনা করেছিলেন। ভিক্টোরিয়ার মা ছাড়াও আরও চার জন রোগী ক্যাল্ডওয়েলের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা করেছেন। অভিযোগ একই, রোগীদের অজান্তেই গর্ভধারণের জন্য নিজের শুক্রাণু ব্যবহার করেছিলেন তিনি।

DNA test
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy