এক সরীসৃপকে শিকার করতে তাকে নিজের প্যাঁচে জড়িয়ে ফেলেছে অন্য এক সরীসৃপ। সেই সময় বন্ধু তক্ষককে বাঁচাতে এগিয়ে গেল আর এক তক্ষক। বার বার ভয় দেখিয়ে সাপটিকে তাড়ানোর চেষ্টা করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘এভারগ্লাডেসহলিডেপার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি তক্ষককে পেঁচিয়ে রয়েছে একটি সাপ। কিন্তু বন্ধুকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে অন্য এক তক্ষক। বার বার সাপটিকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করছে সে। সাপটিও পাল্টা আক্রমণ করছে। শেষ পর্যন্ত সাপের গলা কামড়ে ধরল তক্ষকটি। আর টাল সামলাতে পারল না সাপ। ধীরে ধীরে প্যাঁচ খুলতে শুরু করল সাপটির। সাপকে কামড়ে ধরে নীচে পড়ে গেল রক্ষাকর্তা তক্ষকটি। সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। ঘটনাটি ফ্লরিডার এভারগ্লাডেস জাতীয় উদ্যানে ঘটেছে। দুই সরীসৃপের লড়াইয়ের এই ভিডিয়োটি নজর কেড়েছে অধিকাংশ নেটব্যবহারকারীদের। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বন্ধুকে বাঁচাতে নিজের প্রাণ বিপদে ফেলতেও রাজি।’’ আবার এক জন লিখেছেন, ‘‘প্রকৃতিতে শিকার-শিকারির নিয়ম দেখলেই অবাক লাগে।’’