Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Optical Illusion

পাঁচে-ছয়ে মিলে গেছে! না অঙ্কের হিসাবে নয়, ছবিতে ছয়ের ভিড়ে মিলিয়ে গিয়েছে একখানা পাঁচ, খুঁজে দেখুন তো

ছবিতে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে ইংরেজি হরফের ৬ সংখ্যাটি। অজস্র ৬-এর সারি থেকে খুঁজে ফেলতে হবে একটি ৫-কে।

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২৪ ২৩:৫২
Share: Save:

'তারে জমিন পর' ছবির দর্শিল সাফারির চোখের সামনে সংখ্যা নেচে বেড়াত। এই ছবিটি দেখলে ৯০ শতাংশ মানুষের সেই একই অবস্থা হওয়ার কথা। আর চ্যালেঞ্জ সেখানেই। নেচে বেড়ানো বা জট পাকিয়ে যাওয়া সংখ্যা গুলোর মধ্যে থেকে একটি সংখ্যাকে খুঁজে পেতে হবে।

উপরের ছবিতে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে ইংরেজি হরফের ৬ সংখ্যাটি। অজস্র ৬-এর সারি থেকে খুঁজে ফেলতে হবে একটি ৫-কে।

ওই সারিবদ্ধ ৬- এর মধ্যেই ইংরেজি হরফের ৫ সংখ্যাটি লুকিয়ে রয়েছে কোথাও। আপনাকে ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে সেটি।

দর্শিলের মত সংখ্যদের নাচতে দেওয়া চলবে না। বরং তাদের বাগে এনে পৌঁছতে হবে লক্ষ্যে।

পারলেন কি? না পারলে নীচে রইল সমাধান।

অন্য বিষয়গুলি:

Optical Illusion Picture Puzzle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE