গত সোমবার সপ্তাহের সবচেয়ে খারাপ দিনের শিরেপা সোমবারকে দিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। শুক্রবার তারা লিখল, এই হিসাবে তা হলে শুক্রবারের সপ্তাহের সেরা দিনের সম্মান পাওয়া উচিত।
গিনেস এ নিয়ে একটি টুইট করেছিল। সেটি ভাইরাল হয়েছে।
রবিবারের ছুটির পর সোমবার অফিস যেতে কারই বা ভাল লাগে। সোমবার যে তাই সপ্তাহের সবচেয়ে খারাপ দিন হবে সে ব্যাপারে দ্বিমত ছিল না কারও। তবে গিনেসের সেরা দিনের টুইট নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে।
অনেক ব্যবহারকারীই শুক্রবারের বদলে শনিবারকে সেরা দিন ঘোষণা করতে বলেছেন। কেন না অনেকেরই শনিবারও অফিস থাকে। আবার কেউ কেউ বলেছেন যেহেতু শনিবার নিজে একটি ছুটির দিন এবং পরের দিন অর্থাৎ রবিবারও ছুটি তাই, শনিবারই সেরা দিনের প্রতিযোগিতায় জিতবে।
guess this makes Friday the best day of the week then https://t.co/MVoe8svoTR
— Guinness World Records (@GWR) October 21, 2022