১১ হাজার হিরে দিয়ে তৈরি হল প্রয়াত শিল্পপতি রতন টাটার চোখধাঁধানো এক প্রতিকৃতি। গুজরাতের এক অলঙ্কার নির্মাতা সংস্থা তাঁর আবক্ষ প্রতিকৃতি তৈরি করেছে, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে, রতনের প্রতিকৃতিটি ১১ হাজার হিরে ব্যবহার করে তৈরি করা হয়েছে। যিনি মানুষ এবং পরিবেশের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রতিকৃতির নির্মাতা।
আরও পড়ুন:
সম্প্রতি সমাজমাধ্যমে শিল্পপতির মুখের আদলে তৈরি করা হিরেখচিত প্রতিকৃতির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়ো দেখে তাক লেগে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ‘আর্থ এইট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট ছোট হিরে বসিয়ে অসীম দক্ষতায় ভারতীয় শিল্পপতির মুখ রচনা করছেন শিল্পী। বুধবার রাতে প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।