খালের পাশে সংসার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল ‘বনের রাজা’। কোথাও বসে রয়েছে সিংহী। আবার কোথাও খেলা করছে শাবকের দল। জলাশয়ের এক পারে শাবককে নিয়ে বসেছিল এক সিংহী। জলের ধারে খেলা করছিল শাবকটি। সেখান থেকে উঠে সিংহীর সামনে বসে পড়ল সে। কিন্তু সন্তানকে দেখেই খুনসুটি করার ইচ্ছা জাগল সিংহীর মনে। তাই শাবকের পিঠে থাবা দিয়ে মেরে তাকে উল্টে ফেলে দিল সিংহীটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লায়ন.প্যাশন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের ধারে বসে রয়েছে এক সিংহী। অন্য পারে সিংহ-সিংহীরা বসে রোদ পোহাচ্ছে। সিংহীর কাছে ঘোরাফেরা করছিল তার শাবক। জলাশয়ের ধারে খেলা করছিল সে। জলাশয় থেকে উঠে সিংহীর সামনে সবেমাত্র বসেছিল শাবকটি। হঠাৎ শাবকের পিঠে থাবা বসিয়ে দিল সিংহীটি।
মারধর করার জন্য নয়। বরং শাবককে দেখে খুনসুটি করার ইচ্ছা জেগেছিল সিংহীর মনে। তাই শাবকের পিঠে মেরে তাকে ধাক্কা দিল সিংহীটি। শাবকটিও টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেল জলে।