Advertisement
E-Paper

প্রেমিকা অন্যের সঙ্গে ঘনিষ্ঠ! প্রেয়সীকে চমকে দিতে গিয়ে নিজেই চমকালেন যুবক, অসাড় হল শরীর, প্রকাশ্যে ভয়াবহ সত্য

যুবকের পোস্টকে কেন্দ্র করে নেটপাড়ায় হইচই পড়েছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে। পোস্টটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন যুবকের পাশে দাঁড়িয়েছেন, তেমনই অনেকে আবার তাঁর প্রাক্তন প্রেমিকার নিন্দায় সরব হয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০৭:৫২
Man claims he saw girlfriend with someone else after going to her for surprise visit

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সাত বছরের সম্পর্ক। কিন্তু সম্প্রতি থাকছিলেন দূরে দূরে। সম্পর্কে তিক্ততাও বেড়েছিল। তাই সব মিটমাট করতে না জানিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক। উদ্দেশ্য ছিল চমকে দেওয়ার। কিন্তু প্রেমিকার বাড়ি পৌঁছে এমনই এক দৃশ্য দেখলেন যে নিজেই চমকে গেলেন। প্রেমের উপর থেকে বিশ্বাসই উঠে গেল তাঁর। কী দেখলেন তিনি? সে কথা সমাজমাধ্যম রেডিটে পোস্ট করে নিজেই জানিয়েছেন ওই যুবক। পোস্টটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে।

রেডিট পোস্টে ওই যুবক লিখেছেন, ‘‘আমরা সাত বছর ধরে একসঙ্গে ছিলাম। সাত বছর ধরে অনেক স্মৃতি, বিশ্বাস, গভীর রাতের কথাবার্তা এবং ভবিষ্যতের স্বপ্ন জমিয়েছিলাম। ভেবেছিলাম, আমরা যে কোনও পরিস্থিতি একসঙ্গে কাটিয়ে উঠতে পারব। সম্প্রতি আমরা দূরে দূরে থাকছিলাম। কথাবার্তা কমে গিয়েছিল। উপেক্ষাও বেড়েছিল। আমি তাকে স্বাধীনতা দিয়েছিলাম। মনে হয়েছিল, নতুন শহরে সে ব্যস্ত হয়ে পড়েছে। ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু ঠিক হয়নি।’’

যুবক জানিয়েছেন, সম্পর্কের তিক্ততা কমাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ভেবেছিলেন, হঠাৎ করে গিয়ে চমকে দেবেন প্রেয়সীকে। আর সে কারণেই সম্পর্কের সাত বছর পূর্তিতে তিনি আগাম না জানিয়েই প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। আর তা করতে গিয়েই এক ভয়াবহ সত্যের মুখোমুখি হন। কিন্তু কী সেই সত্য?

যুবক জানিয়েছেন, প্রেমিকার বাড়ি পৌঁছে তাঁকে অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন তিনি। দেখামাত্র মন ভাঙে তাঁর। যুবক লিখেছেন, ‘‘আমার হৃদয় এমন ভাবে ভেঙে গিয়েছিল যে আমি কিছু বুঝতে পারছিলাম না। জীবনের সাতটা বছর মিথ্যা বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল এক মুহূর্তের মধ্যে সব মুছে গিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না। আমি কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলাম। অসাড় হয়ে গিয়েছিলাম।’’

পাশাপাশি রেডিট পোস্টে যুবক এ-ও দাবি করেছেন, প্রেমিকার মুখোমুখি হওয়ার পরে পাল্টা তাঁর প্রেমিকাই তাঁকে দোষারোপ করা শুরু করেন। এর পর সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন যুবক। তিনি লিখেছেন, ‘‘আমার জীবনের সাতটা বছর... মনে হচ্ছিল যেন পৃথিবীটা উল্টে গিয়েছে। যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, যাকে আমি সবচেয়ে বেশি ভালবাসতাম, সে অন্য কারও সঙ্গে চলে গিয়েছে। নিজেকে ব্যর্থ মনে হচ্ছিল। আমি জানি না কী ভাবে এটা মেনে নেব। আমি এখনও তার মুখ, তার কথা ভুলতে পারছি না।”

যুবকের সেই পোস্টকে কেন্দ্র করে নেটপাড়ায় হইচই পড়েছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে। পোস্টটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন যুবকের পাশে দাঁড়িয়েছেন, তেমনই অনেকে আবার তাঁর প্রাক্তন প্রেমিকার নিন্দায় সরব হয়েছেন। এক নেটাগরিক পোস্টটি দেখে লিখেছেন, ‘‘আমার প্রাক্তন আমার সঙ্গে একই আচরণ করেছিল। চিন্তা কোরো না। তুমি ঠিক হয়ে যাবে। বেশি ভাবলে তোমারই মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ কেমন প্রেমিকা! এমনটা করতে লজ্জা করল না!’’

Bizarre Incident Bizarre Love affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy