প্ল্যাটফর্ম থেকে রেললাইনে পড়ে গিয়েছিল পুত্র। একরত্তি সন্তানের প্রাণ বাঁচাতে লাইনে ঝাঁপ দিলেন মা-ও। তাঁদের উপর দিয়েই বেরিয়ে গেল দ্রুতগামী ট্রেন। অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলেন মা এবং পুত্র— দু’জনেই। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুত্রের সঙ্গে রেললাইনের ধারে পড়ে গিয়েছেন এক মহিলা। পুত্রকে জাপটে ধরে শুয়ে রয়েছেন তিনি। তাঁদের ঠিক উপর দিয়েই একটি দ্রুতগামী ট্রেন চলে যায়। কোনও রকমে ট্রেন এবং রেললাইনের ফাঁকে পুত্রকে নিয়ে দাঁতে দাঁত চেপে শুয়ে থাকেন মহিলা। হইচই পড়ে যায় প্ল্যাটফর্ম জুড়ে। ট্রেন পেরিয়ে যাওয়ার পর সকলে দেখেন মহিলা এবং তাঁর সন্তান অক্ষত রয়েছেন। এর পর কয়েক জন তাঁদের ধরাধরি করে প্ল্যাটফর্মে তুলে আনেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জামিল আনসারি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভগবানকে ধন্যবাদ। মহিলা আর তাঁর সন্তান সুস্থ আছে দেখে ভাল লাগছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মহিলা বুদ্ধিমতীর মতো কাজ করেছেন। ওঁর সাহসিকতাকে কুর্নিশ।’’