Advertisement
E-Paper

যুবকদ্বয়ের মারামারিতে রণক্ষেত্র মেট্রো! একে অপরকে মাটিতে ফেলে মার, হল জামা ছেঁড়াছেঁড়িও, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা মেট্রোর মধ্যে তুমুল মারামারি চলছে দুই যুবকের। একে অপরের কলার ধরে ঘুরে ঘুরে মারপিট করছেন তাঁরা। অবাক হয়ে দেখছেন যাত্রীরা। এর পর মারামারি আরও বিপজ্জনক চেহারা নেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৭:০১
Video shows brawl between two passengers in Delhi Metro, Internet reacts

মেট্রোর দুই যুবকের মারামারির দৃশ্য। ছবি: এক্স থেকে নেওয়া।

আবারও সরগরম দিল্লি মেট্রো। এ বার দুই যুবকের মধ্যে তর্কাতর্কি ও মারামারির সাক্ষী থাকলেন সহযাত্রীরা। একে অপরের কলার ধরে, মাটিতে ফেলে চলল মারধর। জামা ছেঁড়াছেঁড়িও হল। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে রাজধানীর মেট্রো। এ বার দুই যুবকের মারমারির জেরে দিল্লির মেট্রো আবার খবরের শিরোনামে। মারপিটের সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা মেট্রোর মধ্যে তুমুল মারামারি চলছে দুই যুবকের। একে অপরের কলার ধরে ঘুরে ঘুরে মারপিট করছেন তাঁরা। অবাক হয়ে দেখছেন যাত্রীরা। এর পর মারামারি আরও বিপজ্জনক চেহারা নেয়। এক জন অপর জনকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। তাঁর জামাও ছিঁড়ে দেন। তবে মাটিতে শুয়ে হাত-পা চালিয়ে যান দ্বিতীয় জনও। বেশ কিছু ক্ষণ মারামারি চলার পর কয়েক জন যাত্রী এগিয়ে আসেন। তাঁদের একে অপরের থেকে দূরে সরিয়ে নিয়ে যান। জানা গিয়েছে, বসার আসন নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছিল দুই যুবকের মধ্যে। তা-ই পরে ভয়াবহ সংঘর্ষের চেহারা নেয়।

সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও, অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘যেন ডব্লুডব্লুই! এই ধরনের মশলাদার ঘটনা কেবল দিল্লি মেট্রোতেই পাওয়া যায়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মেট্রো এখন লোকাল ট্রেনে পরিণত হয়েছে।’’

Viral Video Delhi Metro Fight Bizarre Incident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy