Advertisement
E-Paper

জীবাশ্মের খোঁজে পাথর ভাঙতেই চোখ ছানাবড়া, ভিতর থেকে উদ্ধার ‘ডাইনোসরের কন্ডোম’! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর তীরের পাহাড়ি অঞ্চলে জীবাশ্মের খোঁজ চালাচ্ছেন এক যুবক। তখনই তাঁর নজর পড়ে চ্যাপ্টা অথচ মসৃণ একটি বিশেষ পাথরে। সঙ্গে সঙ্গে ছেনি দিয়ে পাথরটিকে ভাঙার চেষ্টা করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:৩৬
Video shows man finds bizarre Fossil inside rock, Internet reacted

ছবি: ইনস্টাগ্রাম।

ভাইরাল বিষয়বস্তু এবং সমাজমাধ্যমের রমরমার যুগে ইন্টারনেটে ঝড় তুলল অদ্ভুত এক ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জীবাশ্মের খোঁজে পাথর ভেঙে ‘ডাইনোসরের কন্ডোম’-এর খোঁজ পেলেন ওই যুবক। পাথরের অন্দরের সেই বস্তুকে দেখে অন্তত তেমনটাই তকমা দিয়েছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর তীরের পাহাড়ি অঞ্চলে জীবাশ্মের খোঁজ চালাচ্ছেন এক যুবক। তখনই তাঁর নজর পড়ে চ্যাপ্টা অথচ মসৃণ একটি বিশেষ পাথরে। সঙ্গে সঙ্গে ছেনি দিয়ে পাথরটিকে ভাঙার চেষ্টা করেন তিনি। কয়েক ঘা দিতেই পাথরটি আড়াআড়ি ভেঙে যায়। দেখা যায়, পাথরের মাঝখানে লম্বা, রাবারের মতো একটি বস্তুর জীবাশ্ম রয়েছে, যা দেখতে আধুনিক কন্ডোমের মতো। যদিও সেটির আকার বেশ বড়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আবিদ কনম্যান কনরস’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। মজার ছলে জীবাশ্মটিকে ‘ডাইনোসরের কন্ডোম’ তকমা দিয়েছেন নেটাগরিকদের কেউ কেউ। তবে ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকের আবার যুক্তি, বৃহৎ কন্ডোমের মতো দেখতে ওই জীবাশ্ম আসলে বেলেমনাইট নামে একটি প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘পাথরের মধ্যে কন্ডোমের জীবাশ্ম আবিষ্কার হল। আচ্ছা এটা কি ডাইনোসরের কন্ডোম? প্রাগৈতিহাসিক সময়েও নিরাপত্তার কথাই প্রথম চিন্তা করা হত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আচ্ছা এটা সত্যিকারের ভিডিয়ো তো? দেখে মনে হচ্ছে যেন কৃত্রিম মেধার সাহায্যে তৈরি করা হয়েছে।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘এটি কোনও কন্ডোম নয়। বেলেমনাইট নামে পরিচিত একটি প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। ভুয়ো খবর ছড়াবেন না।’’

Viral Video Condom Dianosaur Fossil Instagram Reel Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy