Advertisement
E-Paper

ওজন প্রায় ৩০০ কেজি, নড়াচড়া করতে পারেন না, ক্রেনে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হল যুবককে! ভাইরাল ভিডিয়ো

ফ্লরিডার ওয়েস্ট পাম বিচ এলাকার বাসিন্দা স্থূলকায় ওই যুবকের ওজন ২৭২ কেজিরও বেশি। অতিরিক্ত স্থূল চেহারার জন্য তিনি ঠিক মতো নড়াচড়াও করতে পারেন না। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৫:১২
Video shows American man weighing over 270 kg lifted by crane for medical emergency

ছবি: ইনস্টাগ্রাম।

ওজন প্রায় ৩০০ কেজি। ঠিক করে নড়াচড়াও করতে পারেন না। কিন্তু জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতেই হবে। উপায়ান্তর না দেখে স্থূলকায় যুবককে আবাসন থেকে নামানো হল ক্রেনের সাহায্যে। ক্রেনে করে তুলেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল তাঁকে! ঘটনাটি ঘটেছে ফ্লরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায়। তাঁকে উদ্ধার অভিযানের সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ফ্লরিডার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্লরিডার ওয়েস্ট পাম বিচ এলাকার বাসিন্দা স্থূলকায় ওই যুবকের ওজন ২৭২ কেজিরও বেশি। অতিরিক্ত স্থূল চেহারার জন্য তিনি ঠিক মতো নড়াচড়াও করতে পারেন না। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তিনি। জরুরি চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু ওজন বেশি হওয়ার কারণে তাঁকে বাড়ি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে পরিবারের সদস্যদের জন্য। ফলে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ক্রেনের ব্যবস্থা করেন তাঁরা। ক্রেন এসে বাড়ির দোতলা থেকে তুলে বিছানা-সহ নীচে নামিয়ে আনে যুবককে। ক্রেনে করেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এডিশিপেক’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগ প্রকাশও করেছেন।

Viral Video america fat Heavy Weight Instagram Viral Instagram Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy